খাগড়াছড়ির ৫ উপজেলায় ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ চলছে
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ির ৫ উপজেলায় (মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা) ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার (৫ এপ্রিল ২০২৩) সকাল সাড়ে ৫টা থেকে অবরোধের সমর্থনে পিকেটাররা খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে।

মানিকছড়িতে সেটলার বাঙালি কর্তৃক ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (ঊষা)-কে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দলটি এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি – চট্টগ্রাম ও খাগড়াছড়ি – ঢাকা সড়কে দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলাগুলো থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করছে না।

উল্লেখ, গত রবিবার মানিকছড়ির যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া এলাকায় সাংগঠনিক কাজে গেলে সেটলার বাঙালিরা ইউপিডিএফ সদস্য হ্লচিং মং মারমাকে ধরে অমানুষিকভাবে মারধরে করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশী হেফাজতে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন