বাঘাইছড়ির দুই স্থানে গণতান্ত্রিক যুব ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ এপ্রিল ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ও সাজেকের মাচলঙে গণতান্ত্রিক যুব ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি বাঘাইছড়ি উপজেলা শাখা ও সাজেক থানা শাখা এ সভার আয়োজন করে।
আজ বুধবার (৫ এপ্রিল ২০২৩) বঙ্গলতলীতে অনুষ্ঠিত আলোচনা সভায় গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সদষ্য বীর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রিয়েল চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপসী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙাামটি জেলা সাধারণ সম্পাদক তনুময় চাকমা। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলার তথ্য ও প্রচার সম্পাদক সুজন চাকমা।

অপরদিকে সাজেকের মাচলঙেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শান্তিময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক লংকা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাধারণ সম্পাদক ইংগেছ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাাতি রিপন চাকমা। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন