মহালছড়িতে সেটলার কর্তৃক এক পাহাড়ির বাড়িতে হামলা, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

0

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামতুলি গ্রামের বাসিন্দা শান্তি বিকাশ চাকমার বাড়িতে সেটলার বাঙালিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩) সন্ধ্যায় উক্ত হামলার ঘটনা ঘটে বলে গ্রামবাসীরা জানান।

গ্রামবাসীদের অভিযোগ, গতকাল সন্ধ্যা ৭টার সময় সেটলার বাঙালি মো. জাহেদুল, মো. সাদ্দাম, মো. বদি, মো. আমিনুল ও মো. সাইদুল গংরা অতর্কিতভাবে জামতুলি গ্রামের বাসিন্দা শান্তি বিকাশ চাকমার বাড়িতে হামলা চালায় ও তাকে মারধর করে।

উক্ত ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ বুধবার (২৬ এপ্রিল ২০২৩০ দুপুর ১:০০টার সময় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী এলাকাবাসী এই হামলার ঘটনাকে ভূমি বেদখলের ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, দীর্ঘদিন যাবত মাইসছড়ি এলাকায় সেটেলার বাঙালিরা সেনাবাহিনী ও প্রশাসনের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে পাহাড়িদের ভূমি বেদখল করে যাচ্ছে। পাহাড়িদের ওপর এ পর্যন্ত বহু হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেো জড়িত সেটলারদের বিরুদ্ধে আইনানুগ কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে তারা বার বার পাহাড়িদের উপর হামলা ও ভূমি বেদখলের সাহস পাচ্ছে।

এলাকাবাসী অবিলম্বে শান্তি বিকাশ চাকমার বাড়িতে হামলাকারী সেটলারদের আইনের আওতায় এন দৃষ্টিান্তমূলক শাস্তির দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More