সাজেক ইউপি চেয়ারম্যানকে বাঘাইহাট জোনে ডেকে হুমকি প্রদানের অভিযোগ!
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ মে ২০২৩

রাঙামাটির সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাকে বাঘাইহাট সেনা জোনে ডেকে নিয়ে হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (২৮ মে ২০২৩) সকালে বাঘাইহাট জোনের টু-আইসি এই হুমকি দেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চেয়ারম্যান অতুলাল চাকমাকে বাঘাইহাট জোনে ডাকা হয়। তিনি যথা সময়ে জোনে গিয়ে উপস্থিত হলে কথাবার্তার মধ্যে জোনের টুআইসি তাকে হুমকি দিয়ে বলেন “আপনি তো একজন ইউপিডিএফ সমর্থিত চেয়ারম্যান এবং ইউপিডিএফের সক্রিয় কর্মী। সাজেকে বড় ধরনের কোন ঘটনা ঘটলে এর দায়ভার আপনাকে নিতে হবে”। এ সময় তাকে “এখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হলে সেনাবাহিনীর কথায় চলতে হবে”–এমন কথাও বলা হয়।
যদিও অতুলাল চাকমা ইউপিডিএফের কোন কর্মী নয়। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান।
এ বিষয়ে চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আজ সকালে আমাকে জোনে ডাকা হয়। এরপর আমি জোনে গেলে সেখানে আমাকে যা-তা বলে কড়াভাবে শাসানো হয়। কিন্তু আমার কি দোষে তা আমি নিজেও কিছুই জানি না। এমতাবস্থায় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি আক্ষেপ করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন