ফটিকছড়িতে এক মুখোশ সদস্যসহ দু’জনকে আটক করেছে র্যাব
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৭ জুন ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে এক নব্যমুখোশ সদস্যসহ ২ জনকে আটক করেছে র্যাব-৭। আটক দু’জনই খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দা।
গতকাল শুক্রবার (১৬ জুন ২০২৩) ফটিকছড়ি থানার গাজির দীঘি এলাকা থেকে একটি পিস্তল ও গুলিসহ তাদেরকে আটক করা হয় বলে র্যাব জানায়।
আটককৃতরা হলো- ১.অভি চাকমা ওরফে বিজয়, বয়স: ১৯ (নব্যমুখোশ বাহিনীর সক্রিয় সদস্য, লক্ষ্মীছড়ি সদরে অবস্থান করে থাকে), পিতা- সুশীল চাকমা, গ্রাম- রান্যামা ছড়া, দুল্যাতলী ইউনিয়ন, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি ও ২.কৃতি বিকাশ চাকমা (২৪), পিতা-সাধন চাকমা , গ্রাম- মেম্বার পাড়া, দুল্যাতলী ইউপি, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি।
আটককৃতদের মধ্যে কৃতি বিকাশ চাকমা লক্ষ্মীছড়ি বাজারে মোটর সাইকেল গ্যারেজে কাজ করে। তার পিতা সাধন চাকমা দুল্যাতলী ইউনয়ন পরিষদের একজন মেম্বার বলে জানা গেছে।
লক্ষ্মীছড়ি এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নব্যমুখোশ সদস্য অভি চাকমা ফটিকছড়িতে কাজ আছে বলে কৃতি বিকাশ চাকমাকে ডাকে এবং কৃতি বিকাশ-এর মোটর সাইকেলে করে গতকাল তারা ফটিকছড়িতে আসে। মোটর সাইকেলের চালক হিসেবে ছিল কৃতি বিকাশ চাকমা। ফটিছড়িতে পৌঁছার পর মুখোশ সদস্য অভি তার কাছে থাকা পিস্তলটি বিক্রি করার জন্য যে ব্যক্তির সাথে আগে থেকে যোগাযোগ করেছিল তার সাথে মোবাইলে কথা বলে। কিন্তু যে ব্যক্তির সাথে সে কথা বলছিল তিনি ছিলেন র্যাবের একজন সোর্স। এরপর র্যাব তাদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে গিয়ে তাদেরকে আটক করে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা কৃতি বিকাশ চাকমাকে নিরীহ ও সে গ্যারেজে কাজ ছাড়া অন্য কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয় বলে নিশ্চিত করেছেন। মুখোশ সদস্য অভিকে মোটর সাইকেলে করে ফটিকছড়িতে নিয়ে যাওয়ার কারণে সেও ফেঁসে গেছে বলে তারা জানান।
আটকের পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন