সংবিধানে স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতির দাবিতে দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩০ জুন ২০২৩

সংবিধানের বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’ পাসের এক যুগ উপলক্ষে ‘সংবিধানে স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপালস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
“আমরা বাঙালি নই, চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তাবাদ মানি না’ শ্লোগানে আজ শুক্রবার (৩০ জুন ২০২৩) সকাল সাড়ে ১১টায় ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের উদ্যোগে দীঘিনালা উপজেলার পুকুরঘাট এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউপিডিএফ’র দীঘিনালা ইউনিটের সংগঠক সুজয় চাকমার সভাপতিত্বে ও সংগঠক রুপেশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ইউপিডিএফ নেতা সজীব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দীঘিনালা উপজেলা শাখার সদস্য চঞ্চনা চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত ৪৫টির অধিক সংখ্যালঘু ভিন্ন ভিন্ন জাতিসত্তা কখনো বাঙালি হতে পারে না। তাদের নিজ নিজ জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রয়েছে। কিন্তু সংখ্যালঘু দরদি ভাণ করা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোর খাটিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে দেশের সকল জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো তা বাতিল বা সংশোধন না করে উল্টো বাঙালি বানানোর নানা চক্রান্ত জারি রেখেছে।

বক্তারা আরো বলেন, দেশে যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে সরকার নিশ্চয় দেশের সংখ্যালঘু জাতিগুলোর দাবি-দাওয়া মেনে নিতো। কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় সরকার ও তার প্রশাসন পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশ জাতিসত্তাগুলোর ওপর জুলুম-নির্যাতনসহ তাদেরকে ভূমি থেকে উচ্ছেদের নানা প্রক্রিয়া চালাচ্ছে। এতে করে জাতিসত্তাগুলোর অস্তিত্ব আজ চরম হুমকির মুখে পড়েছে।

বক্তারা বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়া পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিসহ অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা উক্ত বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল ও অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল জাতিসত্তাগুলোকে স্ব স্ব পরিচয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন