ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে পুনরায় কারাফটক থেকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৭ আগস্ট ২০২৩

হাইকোর্টের জামিন নিয়ে রাঙামাটি জেলা কারাগার থেকে বের হওয়ার সময় পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কুনেন্টু চাকমাকে পুনরায় কারাফটক থেকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
আজ সোমবার (৭ আগস্ট ২০২৩) দুপুর ১২টায় খাগড়াছড়ি সদরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা। এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সভপাতি লিটন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্রনেতা কুনেন্টু চাকমা দীর্ঘ চার বছরের অধিক মিথ্যা মামলায় রাঙামাটি জেলা কারাগারে বন্দি অবস্থায় থাকার পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৩ আগস্ট ২০২৩ কারাগার থেকে বের হওয়ার সময় কারাফটক থেকে বেআইনীভাবে সেনাবাহিনী সদস্যরা তাকে তুলে নিয়ে রাঙামাটি সেনা ব্রিগেডে নিয়ে যায়। সেখানে তিন দিন যাবৎ আটকে রেখে নিপীড়নের পর গতকাল ৬ আগস্ট তাকে কাউখালী থানায় হস্তান্তর করে পুনরায় মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ২০২১ সালের ২২ সেপ্টেম্বরে একইভাবে তাকে কারাফটক থেকে সেনাবাহিনী কর্তৃক তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছিল।
রাজনৈতিক ব্যক্তিদের কারাফটক থেকে তুলে নিয়ে পুনরায় গ্রেফতার দেখানোর ঘটনা সুপরিকল্পিত রাষ্ট্রীয় নির্যাতন মন্তব্য করে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের আপোষহীন ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের ন্যায়সঙ্গত আন্দোলনকে স্তব্ধ করে দিতে নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর ধরে জেল হাজতে অন্তরীণ করে রাখছে। আদালত থেকে জামিন পেলেও জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করে হয়রানি করছে। রাষ্ট্রীয় বাহিনী আইন-আদালতকে তোয়াক্কা না করে বৃদ্ধঙ্গুলি দেখাচ্ছে। আমরা রাষ্ট্রের এমন অন্যায় নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, প্রত্যেক নাগরিকের আইন-আদালতের সহায়তা ও বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু রাষ্ট্রযন্ত্র সাংবিধানিক অধিকারকে পদধুলিত করে পাহাড়ি জাতিসত্তাগুলোর ওপর দমন-পীড়ন চালাচ্ছে। আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সামরিক বাহিনী দিয়ে বলপ্রয়োগ করে জনগণের অধিকার হরণ ও বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করছে। পার্বত্য চট্টগ্রামে সবকিছুতে সেনা নিয়ন্ত্রনের ফলে এখানকার জনগণ সুষ্ঠু বিচার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা, জেল গেট থেকে পুনরায় গ্রেফতার বন্ধ করা, হাইকোর্টের জামিনের আদেশ মেনে ছাত্রনেতা কুনেন্টু চাকমাসহ আটক সকল ইউপিডিএফ নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন