লক্ষ্মীছড়িতে বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনা সভা
লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নারী প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে “বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের ভারতীয় নারীদের সাহসী ভূমিকা শীর্ষক” আলোচনা সভা করেছে হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা শাখা।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩, সকাল ১১ টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এলি চাকমার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মনি চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সদস্য জেসি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা, পিসিপি’র লক্ষ্মীছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক রিফল চাকমা প্রমুখ।
সভা শুরুতে ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতাসহ ভারতীয় নারীদের সাহসি ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রীতিলতা ২১ বছর বয়সে সাহসিকতা ও বীরত্বের সাথে ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করে আত্মাহুতি দিয়েছিলেন। তার সাহসিকতা থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামের মা-বোনদের শিক্ষা নিতে হবে।
সভায় মুক্তিযুদ্ধে বাংলার নারীদের লড়াই-সংগ্রাম ও ভিয়েতনামের লড়াই সংগ্রামে নারীদের ভূমিকার ওপর স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন