চবিতে কাপ্তাইয়ের ধর্ষণকারীদের গ্রেফতার, কুনেন্টু চাকমার মুক্তিসহ বিভিন্ন দাবিতে পিসিপির পোস্টারিং
চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটির কাপ্তাইয়ে ধর্ষণের ঘটনায় জড়িত সেনা সদস্যদের গ্রেফতার, ছাত্র নেতা কুনেন্টু চাকমার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাতে লেখা পোস্টারিং করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর চবি শাখার নেতা-কর্মীরা।

পোস্টারগুলোতে অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ‘ধর্ষক স্কুল শিক্ষক আব্দুর রহিমের হাইকোর্টের জামিন বাতিল কর’; ‘জেলগেট থেকে পুনঃগ্রেফতার বন্ধ কর’; ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে পাহাড়ি শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত ও কোটা বৃদ্ধি কর’; ‘শাটলে শিডিউল ও বগি বৃদ্ধি কর’; ‘জাতিসত্তা গবেষণা ইনস্টিটউট চালু কর’; পাহাড়িদের খাদ্যভ্যাস নিয়ে উপহাস বন্ধ কর’; পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ কর’; ‘পাহাড়িদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধ কর’; ‘পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ কর’; ‘পর্যটনের নামে ভূমি বেদখল বন্ধ কর’; ‘লামায় ম্রো-ত্রিপুরাদের উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ কর’; ‘মাইসছড়িতে ভূমি বেদখল বন্ধ কর’; পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে সেনা-গোয়েন্দা নজরদারি বন্ধ কর’ ইত্যাদি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশন, নতুন কলা ভবন, পুরাতন কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, অগ্রনী ব্যাংক, লেডিস ঝুপড়ি, জিরো পয়েন্ট, শিক্ষার্থীদের হল, কেন্দ্রীয় খেলার মাঠসহ ২ নং গেইট বাজারে এই পোস্টারিং করা হয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন