দীঘিনালায় মুখোশ কর্তৃক এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ দুই নারী সংগঠনের
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

সাজেক থেকে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে খাগড়াছড়ির দীঘিনালায় নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, কলেজ শিক্ষার্থী কর্ণিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদেরকে নিরাপদে ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তারা অপহরণের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির দাবিও জানান।
বিবৃতিতে নেত্রীদ্বয় বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশন ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনকে স্তব্ধ করে হীনউদ্দেশ্যে জন্যে শাসকগোষ্ঠীর লেলিয়ে দেয়া সেনাসৃষ্ট মুখোশবাহিনী এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সদস্য এ্যান্টি চাকমাসহ তার দুই সহযোদ্ধাকে সাজেকে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে দিঘীনালা থেকে অপহরণ করে।
সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে নেত্রীদ্বয় প্রশাসনের নির্বিকার ভূমিকা বিশেষ করে অপরাধীচক্রের সাথে রাষ্ট্রীয় সংস্থাসমূহের যোগসাজশ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রশাসন তথা রাষ্ট্রীয় সংস্থাসমূহের ইন্ধন থাকায় অপরাধীচক্র কর্তৃক এ ধরনের অপহরণ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ২০১৮ সালে হিল উইমেন্স ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সম্পাদক মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা একই অপরাধীচক্র নব্যমুখোশ বাহিনী নামে পরিচিত দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হয়।
নারী নেত্রীদ্বয় অভিযোগ করে বিবৃতিতে আরও বলেন, হিল উইমেন্স ফেডারেশন যখনই নারী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামে, তখনই শাসকগোষ্ঠী তা স্তব্দ করে দেয়ার মতলবে অপহরণের মতো ঘটনা ঘটিয়ে থাকে।
বিবৃতিতে নারী নেত্রীদ্বয় অবিলম্বে এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সদস্য এ্যান্টি চাকমাসহ দুই জনকে কর্নিকা চাকমা ও নিশা চাকমাকে সুস্থ শরীরে ও নিরাপদে ফিরিয়ে দেয়া এবং এ অপহরণের সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন