এইচডব্লিউএফ নেত্রী এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

0

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা, সাধারণ শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক অপহরণের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা উপজেলা শাখা।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) দুপুর দেড়টার সময় দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের মুড়োপাড়া হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিয়াংঘাট হাউস্কুল এলাকা ঘুরে পূনরায় মুড়োপাড়া এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দীঘিনালা উপজেলা শাখার সদস্য শিউলি চাকমা ও সঞ্চালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক লিজা। এতে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক মিল্টন চাকমা।

সমাবেশে মিল্টন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসন ব্যর্থ হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালিতে এক মারমা ছাত্রী সেনা সদস্য কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এ ধর্ষণ ঘটনার প্রতিবাদে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ আন্দোলন করে যাচ্ছে। এন্টি চাকমা এ আন্দোলনে সোচ্চার ভূমিা পালন করছেন। যার কারণে এই নারী নির্যাতনবিরোধী আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সেনাবাহিনী নব্যমুখোশ দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণ করেছে।

তিনি বলেন, মুখোশ দুর্বৃত্তরা শুধু গতকালকে এন্টি চাকমাকে অপহরণ করেছে তা নয়, তারা ২০১৮ সালে রাঙামাটির কুদুকছড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণ করে এক মাস বন্দি করে রেখেছিল। একই বছর খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে ৭ জনকে খুন করেছিল। কিন্তু খুনি-অপহরণকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

ইউপিডিএফ নেতা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে খুন, গুম, ধর্ষণ, ভূমি বেদখলসহ অন্যায়-অবিচারের বিরুদ্ধে একমাত্র ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো আন্দোলন করে যাচ্ছে। তাই ইউপিডিএফ’র এই আন্দোলন দমন করার লক্ষ্য নেতা-কর্মীদের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করতে সেনাবাহিনী ও সরকারের দালালেরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু তাদের মনে রাখতে হবে দমন-পীড়ন, খুন-গুম, অপহরণ করে ইউপিডিএফের ন্যায্য আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

তিনি আরো বলেন, সরকার সেনাবাহিনীকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা পুনর্বাসনের মাধ্যমে ভূমি বেদখলসহ নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের কতিপয় দালাল নব্যমুখোশদের ভাড়াটে হিসেবে ব্যবহার করছে।

তিনি সরকারের খুন, গুম, অপহরণ, ধর্ষণসহ অনায় দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যে কোন পরিস্থিতির মোকাবেলায় রাজপথে নেমে আন্দোলন গড়ে তুলতে নারী সমাজের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে তিনি অবিলম্বে এন্টি চাকমা, কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণের সাথে জড়িত নব্যমুখোশ দুর্বৃত্তদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More