এইচডব্লিউএফ নেত্রী এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ

0

পানছড়ি প্রতিনধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

সাজেক থেকে সাংগঠনিক কাজ শেষে খাগড়াছড়ি ফেরার পথে গতকাল দীঘিনালা কবাখালী বাজার এলাকা থেকে নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ,(পিসিপি) গণতান্ত্রিক যুবফোরাম ( ডিওয়াই এফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, পানছড়ি উপজেলা শাখা।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) বেলা ২টায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সামবেশে গণতান্ত্রিক যুবফোরাম পানছড়ি উপজেলা সভাপতি রিপন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক পিংকু চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সদস্য দেবাশীষ চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের পানছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক মানিক পুদি চাকমা।

হরি কমল ত্রিপুরা হিল উইমেন্স ফেডারেশন নেত্রী এন্টি চাকমা ও দুই কলেজ ছাত্রীকে অপহরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পাহাড়ি নারীরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। গত ৩ সেপ্টেম্বর রাঙামাটির কাপ্তাইয়ে ৬ সেনা সদস্য কর্তৃক এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হযেছিল। তার রেশ কাটতে না কাটতেই গতকাল দীঘিনালায় দিনদুপুরে সেনাবাহিনীর ছত্রছায়ায় থাকা নব্যমুখোশ দুর্বৃত্তরা এন্টি চাকমাসহ তিন জন নারীকে অপহরণ করেছে।

তিনি আরো বলেন, আমরা পাকিস্তান আমলের কথা জানি। সে সময় পাকিস্তানি হানাদাররা এদেশের স্বাধীনতা আন্দোলন দমিয়ে রাখতে রাজাকার, আলবদর, আলসামস বাহিনী সৃষ্টি করে খুন, গুম, ধর্ষণসহ নানা অত্যাচার চালিয়েছিল। আজকে পার্বত্য চট্টগ্রামে্ও স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের ন্যায্য আন্দোলনকে দমন করতে নব্যমুখোশ বাহিনী সৃষ্টি করে খুন, গুম, অপহরণ, ধর্ষণের মতো ঘটনা সংঘটিত করছে।

তিনি বলেন স্বাধীনতার ৫০ বছর পরও এদেশের রাজাকার, আলবদরদের বিচার ও ফাঁসি হচ্ছে। পার্বত্য চট্টগ্রামেও আজকে খুনি, অপহরণকারী নব্যমুখোশ সন্ত্রাসীদের ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মানিক পুদি চাকমা বলেন, যে দেশের প্রধানমন্ত্রী নারী সেই দেশে নারী নির্যাতন ও নারী অপহরণের ঘটনা কিভাবে ঘটে এই সমাবেশ থেকে প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ে যারা প্রতিবাদী কন্ঠ, যারা নারী নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে তাদেরকে স্বজাতি কর্তৃক অপহরণ করা এক জঘন্য কাজ। এটা পাহাড়িদের জন্য শুভকর নয়। আমাদের সবাইকে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা অবিলম্বে অপহরণকারী নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More