রাঙামাটির সমতাঘাট থেকে নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক নান্যাচরের এক মেম্বারকে অপহরণ
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ অক্টোবর ২০২৩

রাঙামাটি শহরের সমতাঘাট থেকে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার রঞ্জন বিকাশ চাকমা (৫০)-কে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (৮ অক্টোবর ২০২৩) দুপুর ১:০০টার সময় এ অপহরণে ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহৃত রঞ্জন বিকাশ চকামা শ্বৈলসছড়ি তালুকদার পাড়া গ্রামের ধন মোহন চাকমার ছেলে।
জানা গেছে, নিজ বাগানের মালটা বিক্রি করার জন্য মেম্বার রঞ্জন বিকাশ চাকমা আজ রাঙামাটিতে যান। দুপুর ১:০০টার সময় সমতাঘাট থেকে ৪/৫ জনের একদল নব্যমুখোশ সদস্য তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোথায় নিয়ে গেছে তা জানা যায়নি।
এলাকাবাসী অবিলম্বে অপহৃত রঞ্জন বিকাশ চাকমাকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন