রাঙামাটির জীবতলীতে সন্ত্রাসী কর্তৃক দুই গ্রামবাসীকে ধরে নিয়ে আটকে রাখার অভিযোগ

রাঙামাটি ।। রাষ্ট্রীয় প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসীরা রাঙামাটির সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার দুই গ্রামবাসীকে ধরে নিয়ে তাদের আস্তানায় আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- প্রীতি লাল চাকমা (৩৫), পিতা-মৃত বিবেকানন্দ চাকমা ও বিজিয় চাকমা, পিতা- অজ্ঞাত।
জানা যায়, গত মঙ্গলবার (৬ জুলাই ২০২১) বিকাল ৪টার দিকে সন্ত্রাসীদের একটি দল চেয়ারম্যান পাড়ার বাসিন্দা প্রীতি লাল চাকমাকে তার বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে ধরে নিয়ে একই পাড়ায় তাদের আস্তানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা গ্রামের আরো এক বাসিন্দা বিজয় চাকমাকেও তার বাড়ি থেকে ধরে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে তাদেরকে বেঁধে রেখে মারধর করার অভিযোগ করেছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।