রামগড়ে গণতান্ত্রিক যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
গণতান্ত্রিক যুব ফোরামের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টারিং করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪) উপজেলার বড় কালাপানি, মরাকইল্যা, নতুন বাজার, বদুংপাড়া, গুজাপাড়া, ছুদুরখীল বাজার, হাড়ি ছাড়া, ইস্কুল পাড়া, হাতিকুম্পা, হাচৌক পাড়া, বড় বেলছড়ি, ছোট বেলছড়ি, তৈচাকমা নোয়াপাড়া, কুমারী পাড়া, সোনাই আগা, যৌথ খামার, অন্তুপাড়া, বাজার চৌধুরী পাড়া, বন বিহার এলাকা, লালছড়ি, গরুকাটা, বৈদ্যপাড়া এলাকায় পোস্টারিং করা হয়।
পোস্টারের শ্লোগান হচ্ছে- “সীমান্ত সড়কের নামে বন-পাহাড় ধ্বংস, সুুপরিচিত স্থানের ইসলামী নামকরণ ও ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল।
পোস্টারে আজ (৫ এপ্রিল) বিভিন্ন শাখায় আলোচনা সভার কথা উল্লেখ রয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগত কর্তৃক পোস্টারটি প্রকাশ করা হয়।





সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।