সাজেকে নাঈম-এর খুনী ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে লক্ষীছড়িতে বিক্ষোভ

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
রাঙামাটির সাজকে মো. নাঈম-এর খুনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার-শাস্তি, ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়া এবং বাঘাইহাট জোন কমান্ডার ও বাঘাইছড়ির ইউএনওকে প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে তিন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) সকাল ১১টায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি উপজেলা শাখাসমমূহের নেতা-কর্মী, সমর্থকরা লক্ষীছড়ি সদর ইউনিয়নের সমুর পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রী ছাউনিতে এসে সড়কের ওপর সমাবেশ করেন।
সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরাম নেতা সচিব চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের মনি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের লক্ষীছড়ি ইউনিটের সংগঠক আপ্রুশি মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙাড়ে বাহিনীর উৎপাতে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে রয়েছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসীরা নির্বিচারে সাধারণ জনগণের ওপর হয়রানি ও নিপীড়ন চালাচ্ছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাজেকের বাঘাইহাটে সেনাবাহিনীর সহযোগিতায় ঠ্যাঙারে সন্রাসীরা অবস্থান নিয়ে জনগণকে হয়রানি ও অত্যাচার করলে তার বিরুদ্ধে এলাকার জনগণ গত ১৮ জুন বাঘাইহাটে বিক্ষোভ ও ঠ্যাঙাড়েদের প্রতিরোধ করে। এ সময় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সেনা জোনের পাশ থেকে প্রকাশ্যে দিবালোকে বিক্ষোভরত সাধারণ জনগণের ওপর ব্রাশ ফায়ার করলে মো. নাঈম নামে শান্তি পরিহনের এক কর্মচারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরো অন্তত ১৩ জন গ্রামবাসী আহত হন।

বক্তারা এখনো নাঈমের খুনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনাবাহিনী ও প্রশাসনের প্রত্যক্ষ মদদ থাকার থাকার কারণে এমন নৃশংস ঘটনার পরও সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। নাঈম খুনে জড়িত ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার না করে উক্ত ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
তারা বলেন, রাষ্টীয় সামরিক-বেসামরিক প্রশাসনের মদদ ও আশ্রয়-প্রশ্রয়র কারণে দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এটা পার্বত্য চট্টগ্রামের অধিকার হারা জুম্মো জনগণের জন্য কখনো শুভ হতে পারে না।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নাঈম খুনে জড়িত ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি, ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়া, ইউপিডিএফ নেতা-কর্মীদের নামে দায়েকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্ণেল খায়রুল ইসলাম ও বাঘাইছড়ি ইউএনও’কে প্রত্যাহারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।