চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কল্পনা চাকমার গ্রাফিতি ও পোস্টারিং
চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ জুন ২০২৪
পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৮ বছর উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পোস্টারিং ও গ্রাফিতি আঁকা হয়েছে।
সোমবার (১০ জুন ২০২৪) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগার, কলার ঝুপড়ি, চাকসু, লেডিস ঝুপড়ি, বঙ্গবন্ধু উদ্যান, প্রীতিলতা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজবিজ্ঞান ঝুপড়ি, সোহরাওয়ার্দী হল, ২নং গেইট বাজারসহ বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়। এই সময় কবিতা চাকমা’র কবিতার উক্তি ‘জ্বলি ন উদিম হিত্তে’ লেখাটি নিয়ে কল্পনা চাকমার গ্রাফিতি আঁকা হয়।





সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।