বম উদ্বাস্তুদের সাহায্যার্থে ইউপিডিএফের ত্রাণ তহবিল গঠন, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

0
যৌথ বাহিনীর অভিযানের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে বম জাতিসত্তার লোকজন। সংগৃহিত ছবি

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
বুধবার, ১২ জুন ২০২৪

বান্দরবানে বম জাতিসত্তার উদ্বাস্তুদের সাহায্যার্থে ইউপিডিএফ একটি ত্রাণ তহবিল গঠন করেছে। এ বিষয়ে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে তহবিল গঠনের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এতে যৌথ বাহিনীর অভিযানে উদ্বাস্তু হওয়া বমদের সাহায্যের জন্য উক্ত তহবিলে আর্থিক সহযোগিতা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নীচে ইউপিডিএফের ফেসবুক পেজে দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো:  

 বম উদ্বাস্তুদের সাহায্যার্থে এগিয়ে আসুন, ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা দিন

•  নরেশ ত্রিপুরা 01810-652158  বিকাশ ও নগদ নাম্বার (ঢাকা)

•  রোনাল চাকমা, বিকাশ নম্বর: 01884282384, নগদ নম্বর: 01619757784

•  থুইক্যসিং মারমা: 01556742675 রকেট

(বি: দ্র: আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ত্রাণের অর্থ গ্রহণ করা হবে)

সম্মানিত সুধী,

আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চল বান্দরবানের রুমা ও থানচিতে ২ ও ৩ এপ্রিল ২০২৪ ব্যাংক ডাকাতির ঘটনার পর সরকার রুমা, থানচি ও রোয়াংছড়িসহ আশে-পাশের এলাকায় সামরিক অভিযান পরিচালনা করছে। গত ৭ এপ্রিল থেকে চলতে থাকা এই অভিযানে আজ পর্যন্ত কমপক্ষে শিশুসহ ১৪ জনকে বিনা বিচারে ঠ্যাণ্ডা মাথায় হত্যা এবং ১২৩ জন পাহাড়িকে আটক করা হয়েছে, যার মধ্যে নারী, শিশু, গর্ভবতী নারী, মানসিক প্রতিবন্ধী, ছাত্র, শিক্ষক, খেলোয়াড় ও ধর্মীয় ব্যক্তিত্বও রয়েছেন। অনেককে আটকের পর আদালতে সোপর্দ করা হয়নি, তাদের খোঁজ এখনও মিলছে না।

এছাড়া নিরাপত্তা বাহিনীর ভয়ে কয়েক হাজার বম উদ্বাস্তু হয়ে ভারতের মিজোরামে ও মায়ানমারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। যারা সীমান্ত অতিক্রম করতে পারেননি, তারা বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন। তারা এখন চরম খাদ্যাভাবে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। কেএনএফ দমনের সামরিক কৌশল হিসেবে পাঁচ কেজির বেশি চাল ক্রয় ও বহনে নিষেধাজ্ঞার কারণে এই খাদ্যাভাব আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। এক কথায়, যৌথ বাহিনী কেবল গুলি করে নিরীহ বমদের হত্যা করছে তা নয়, তারা কৃত্রিম খাদ্যাভাব সৃষ্টি করে একটি পুরো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন অথবা দেশছাড়া করার চেষ্টা চালাচ্ছে।

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা যেই জড়িত থাক, এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। এমনকি যে ব্যাংক ম্যানেজারকে ধরে নেয়া হয়েছিল, তাকেও কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেয়া হয়। কিন্তু এই ডাকাতির ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকার যা করছে তাকে মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর অন্য কিছু বলা যায় না। যৌথ অভিযানের নামে সরকার তথা নিরাপত্তা বাহিনী পুরো বম জাতিগোষ্ঠীর বিরুদ্ধে এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূলীকরণ চালাচ্ছে, যা কোন সভ্য ও বিবেকবান মানুষ কখনও মেনে নিতে পারে না।

অতএব, আসুন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সংখ্যালঘু প্রান্তস্থ জাতিগোষ্ঠী বমদের রক্ষার জন্য তাদের পাশে দাঁড়াই। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) যৌথ বাহিনীর অভিযানে উদ্বাস্তু হওয়া বমদের সাহায্যের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করেছে। আপনিও এই তহবিলে সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদান করুন।

বিনীত,

অংগ্য মারমা,

থুইক্যচিং মারমা,

রোনাল চাকমা,

নরেশ ত্রিপুরা,

রিতা চাকমা,

বম উদ্বাস্তুদের সাহায্যার্থে ত্রাণ তহবিল,

ইউপিডিএফ

সকল প্রকার যোগাযোগ: থুইক্যসিং মারমা: 01909368963

ত্রাণের অর্থ পাঠানোর ঠিকানা:

•  নরেশ ত্রিপুরা 01810-652158  বিকাশ ও নগদ নাম্বার (ঢাকা)

•  রোনাল চাকমা, বিকাশ নম্বর: 01884282384, নগদ নম্বর: 01619757784

•  থুইক্যসিং মারমা: 01556742675 রকেট

বি: দ্র: আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ত্রাণের অর্থ গ্রহণ করা হবে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More