সাজেকের বাঘাইহাট বাজারে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক এক যুবককে মারধর ও বেঁধে রাখার অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (সংস্কার-মুখোশ) সন্ত্রাসীরা এক যুবককে মারধরের পর বেঁধে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪) দুপুর ২টার সময় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা আপন চাকমা (২৫) নামে এক যুবককে মারধর করে। পেশায় তিনি মোটর সাইকেল চালক।
ভুক্তভোগী আপন চাকমার পিতার নাম সুগন্ধ চাকমা, গ্রাম- হাজাছড়া, ৪নং ওয়ার্ড সাজেক ইউনিয়ন।
এ রিপোর্ট লেখার সময় (বিকাল সাড়ে ৩টা) পর্যন্ত তাকে ঘটনাস্থলে বেঁধে রাখা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ জুন থেকে সেনাবাহিনীর সহযোগীতায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় বাঘাইহাট বাজারে অবস্থান করছে। বর্তমানে সেখানে ২৬ জন ঠ্যাঙাড়ে অবস্থান করে রয়েছে বলে জানা গেছে।
এদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন-১। অসিম প্রিয় চাকমা (৪০), মুখোশের সদস্য পিতা-পাত্ত্য চাকমা, সাং- রেতহাবা, ৪নং ওয়ার্ড ৩৬ নং সাজেক, বাঘাইছড়ি; ২। আনন্দ চাকমা (৩৮) পিতা-কালা চিক্কে চাকমা, মুখোশের সদস্য, সাং-বামে বাইবাছড়া, ৪নং ওয়ার্ড, ৩৬ নং সাজেক, বাঘাইছড়ি; ৩। রাজা চাকমা ওরফে বিটু (৪৫), মুখোশের সদস্য, পিতা- শুদ্ধ চাকমা, সাং- চামিনীছড়া, ৪নং ওয়ার্ড ৩৬ নং সাজেক,বাঘাইছড়ি; ৪। বড় চোগা ( নান্টু) চাকমা (৩৫), মুখোশের সদস্য, পিতা-জ্যোতিময় চাকমা, সাং নোয়াপাড়া, ৪নং ওয়ার্ড ৩৬নং সাজেক; ৫। রণজয় চাকমা (৩৫), মুখোশের সদস্য, পিতা- রণমোহন চাকমা, সাং- বালুঘাট, ৪নং ওয়ার্ড ৩৬নং সাজেক, বাঘাইছড়ি; ৬। রুবেল চাকমা(৩০), মুখোশের সদস্য, পিতা- বরুন চাকমা, সাং হরঙ্গাতুলি ২নং ওয়ার্ড, ৩৫ নং বঙ্গলতুলি, বাঘাইছড়ি; ৭। জংঙ্গলি চাকমা (৪৫), মুখোশের সদস্য, পিতা- সাং- হজোইছড়ি, ৫নং ওয়ার্ড, ৩৬ নং সাজেক,বাঘাইছড়ি; ৮। শান্তিময় চাকমা ওরফে জারুল বিজি (৪৫), মুখোশের সদস্য, পিতা- চির কুমার চাকমা, সাং- জারুলছড়ি, ৫নং ওয়ার্ড ৩৫নং বঙ্গলতুলি, বাঘাইছড়ি; ৯। চিক্কো চাকমা (৩০), মুখোশের সদস্য, পিতা- অজ্ঞাত, সাং- বালুঘাট, ৪নং ওয়ার্ড ৩৬ নং সাজেক,বাঘাইছড়ি; ১০। কালা তুংগে চাকমা ওরফে রিমাক, পিতা-মাঝি, সাং- ঝগড়া বিল ৯ নং ওয়ার্ড, ৩৫নং বঙ্গলতুলি, বাঘাইছড়ি; ১১। ধর্মমনি চাকমা (৩৫) মুখোশের সদস্য, পিতা-ললিত রঞ্জন চাকমা, সাং- বামে বাইবাছড়া, ৪নং ওয়ার্ড, ৩৬ নং সাজেক, বাঘাইছড়ি; ১২। সুকেশ চাকমা (২৩), সংস্কারবাদী ছাত্র সংগঠনের সদস্য, পিতা-নোয়াধন চাকমা, সাং- বামে বাইবাছড়া, ৪নং ওয়ার্ড, ৩৬ নং সাজেক, বাঘাইছড়ি; ১৩। মো: জহেল (২৫) মুখোশের সদস্য, পিতা- হাল্ল্য মাঝি, সাং- সেগুন বাগান, বাঘাইহাট বাজার, ৪নং ওয়ার্ড ৩৬ নং সাজেক,বাঘাইছড়ি; ১৪। রণজিত চাকমা (নিবিড়), মুখোশের সদস্য পিতা- শান্তি বিকাশ চাকমা, সাং- পশ্চিম জারুল ৫নং ওয়ার্ড ৩৫ নং বঙ্গলতুলি, বাঘাইছড়ি।
আর সন্ত্রাসীদের সহযোগীতা প্রদান করছে বলে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- ১। মো. নাজিম (৪৮) পিতা- বাঘাইহাট বাজার কমিটির সভাপতি, সাং- সেগুন বাগান, বাঘাইহাট; ২। মো. নিজাম (২৫), সভাপতি, ছাত্র লীগ, সাজেক ইউপি, পিতা-সাহ আলম, সাং- সেগুন বাগান, ৩। মো. রবিউল (২৫), পিতা-জলিল মাঝি, সাং-সেগুন বাগান, ৪নং ওয়ার্ড, ৩৬ নং সাজেক ইউপি, বাঘাইছড়ি; ৫। মো. রনি (৩৫) বাঘাইহাট জোনের ডিজিএফআই সদস্য, ৬। মো. শরীফ (৩৪) বাঘাইহাট জোনের ডিজিএফআই সদস্য; ৭। আরিফ (৩২), বাঘাইহাট জোনের ডিজিএফআই সদস্য ৮। মো. মাহবুব ইসলাম (৪৫), ওয়ারেন্ট অফিসার, বাঘাইহাট জোন। তবে মূলত বাঘাইহাট সেনা জোন কর্তৃপক্ষই সন্ত্রাসীদের প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র মতে, সন্ত্রাসীরা দিনে নাজির বোর্ডিং (রাঙ্গুনিয়া বোর্ডিং), বিদ্যুৎ রুদ্র’র সেলুনের দোকান ও হামিদ আলীর কাপড় দোকানে অবস্থান করে থাকে। আর রাত যাপন করে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বাঘাইহাট বাজারে অবস্থানের কারণে এলাকার জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজন অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সন্ত্রাসীদের কর্তৃক আটকে রাখা যুবককে উদ্ধারের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।