কাউখালীতে ৩০০ লিটার চোলাই মদসহ ৫ মাদক কারবারী আটক, জব্দকৃত মদ ধ্বংস

0
আটক মাদক কার্বারীদের দু’জন।


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৫ জুন ২০২৪

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় গতকাল (১৪ জুন, ২০২৪) এলাকাবাসী দফায় দফায় অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৩ দফায় প্রায় ৩০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। উপজেলার বেতবুনিয়া বাজার হতে ডাবুয়া বাজার সড়কে এ অভিযান পরিচালিত হয়। এলাকাবাসীর এ অভিযানে সহযোগিতা দেন স্থানীয় ইউপিডিএফ নেতৃবৃন্দ।

আটক মাদক কার্বারি।
জব্দ করা চোলাই মদ।

আটককৃতরা হলো- ১। মো:এমদাদ হোসেন (৩৭) পিতা: হারুনুর রশিদ,  গ্রাম: গলাচিপা,  ইউপি: হলুদিয়া থানা : রাউজান, জেলা: চট্টগ্রাম।  ২। মো: রাজু (২৩),  পিতা: মো: এজাহার মিয়া,  গ্রাম: মো: ইয়াছিন নগর, ইউপি: হলুদিয়া, থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম, ৩। মো: ফরিদ মিয়া, পিতা : মো. নুরুল গ্রাম:সুগারমিল,ডাকবাংলো, ইউপি: বেতবুনিয়া, থানা: কাউখালী, জেলা: রাঙ্গামাটি, ৪। চিংথোয়াপ্রু মারমা(৪২) পিতা: পাইসাথোয়াই মারমা, গ্রাম: শিয়ালবুক্কা পাড়া, ইউপি: বেতবুনিয়া, থানা:  কাউখালী, জেলা:  রাঙামাটি। ৫। মো: শুভ (২২) পিতা: মো: জসিমউদদীন, হাটহাজারি, চট্টগ্রাম।

আটককৃতদের পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট অভিভাকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত চোলাই মদগুলো আজ (১৫ জুন) ডাবুয়া বাজারে মুরুব্বীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

আটক মাদক কারবারি
জব্দকৃত মদগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এ সময় ইউপিডিএফ সংগঠক অভি মারমা, কাউথালী উপজেলা ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা, ফটিকছড়ি ইউপির ৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ক্যচিঅং মারমা, মহিলা মেম্বার মিনু মারমা, সাবেক মেম্বার অংসাজাই মারমা, শিক্ষক চাইশিনু মারমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আজ হাটের দিন হওয়ায় মাদক ধ্বংসের সময় প্রচুর লোকজন জড়ো হন।

জব্দকৃত মদ ধ্বংসের সময় উপস্থিত জনপ্রতিনিধি, মুরুব্বীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনেক জব্দকৃত মদ ধ্বংসের সময় উপস্থিত এলাকার জনতা।

ইউপিডিএফ সংগঠক অভি মারমা এ প্রতিবেদককে বলেন, “মাদকের কারণে যুব সমাজ এবং অনেক পরিবার ধ্বংস হচ্ছে। এমনকি নারীরাও মাদকাসক্ত হচ্ছে। তাই এলাকাবাসীর অনুরোধের ভিত্তিতে আমরা তাদের মাদক বিরোধী অভিযানে সহযোগিতা দিয়ে যাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা বলেন, “বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চোলাইমদ উৎপাদন হওয়ায় বহিরাগত মাদক কারবারীরা এসে এলাকার সামাজিক পরিবেশকে বিনষ্ট করছে। অনেক পরিবারে অশান্তি বিরাজ করছে। আমরা এলাকায় সামাজিকভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করবো। এলাকার লোকজনকে মাদকের ব্যাপারে সচেতন করবো। ইউপিডিএফ নেতৃবৃন্দকে ধন্যবাদ, তারা আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন।”

 জব্দকৃত মদ ধ্বংস করা হচ্ছে। 


মেম্বার ক্যচিঅং মারমা বলেন, “মাদক বিরোধী অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক কারবারে যারা জড়িত আছে, কাউকে ছাড় দেয়া হবে না। এখন ছোটরাও মাদকাসক্ত হচ্ছে। এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

জানা গেছে, মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে কাউখালীর বেতবুনিয়া, ঘাগড়া, পচু পাড়া, ধুপছড়ি পাড়া, শিয়ালবুক্কা, গাড়িছড়া প্রভৃতি এলাকায় হতে মদ সংগ্রহ করে রাউজান চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More