কল্পনা চাকমা অপহরণ মামলার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৮ জুলাই ২০২৪
পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার রাঙাামটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১ম আদালত) কর্তৃক অপরাধীদের দায়মুক্তি দিয়ে প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে।
আজ সোমবার (৮ জুলাই ২০২৪) মামলার বাদী কালিন্দী কুমার চাকমা তার আইনজীবীদের মাধ্যমে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে এই রিভিউ পিটিশনটি দাখিল করেন। আগামী ১৭ নভেম্বর ২০২৪ এই পিটিশনটির পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাঙামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১ম আদালত)-এর বিচারক ফাতেমা বেগম মুক্তা কল্পনা চাকমা অপহরণ মামলায় পুলিশের দায়েরকৃত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঘটনায় অভিযুক্ত লে. ফেরদৌস গংদের দায়মুক্তি দিয়ে মামলাটি খারিজ করে দেন।
কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাত ১:০০টার সময় (আন্তর্জাতিক সময় মান ১২ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর কর্মকর্তা লে. ফেরদৌস গং কর্তৃক অপহৃত হয়েছিলেন। দীর্ঘ ২৮ বছরেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।