বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে ২ জন বম নিহত

0

বান্দরবান, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ জুলাই ২০২৪

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে আরো ২ জন বম নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৮ জন বম নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই ২০২৪) সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ যৌথ বাহিনী ও কেএনএফের মধ্যে “গোলাগুলি”তে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকালে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালানোর কথা জানানো হয়।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, বুধবার সকালে রুমার সাইকট পাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুই জন হওয়ার খবর পেয়েছি। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় নিহতদের লাশ উদ্ধার ও নাম পরিচয় পাওয়া যায়নি।

* খবরের উৎস: ইউএনবি, মানবজমিন 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More