ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কুদুকছড়িতে চার সংগঠনের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার ২৭ আগষ্ট ২০২৪
জেল গেইট থেকে গ্রেফতার বন্ধ করা, আনন্দ প্রকাশ চাকমা ও কুনেন্টু চাকমাসহ কারাগারে আটক ইউপিডিএফ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবিতে রাঙাামটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফভূক্ত চার সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, রাঙামাটি জেলা শাখা।
আজ মঙ্গলবার (২৭ আগষ্ট ২০২৪) দুপুর ১:০০টার সময় চার সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সমাবেশে মিলিত হন।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি রিমি চাকমার সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিনিসা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামে কেন্দ্রীয় সহসভাপতি ধর্মসিং চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমা।

যুব নেতা ধর্মসিং চাকমা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হলেও পার্বত্য চট্টগ্রামে আমরা এখনো সামরিক শাসনের মধ্যে রয়েছি। যার ফলে সমতলে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতপ্রকাশ করতে পারলেও পাহাড়ের মানুষ তা পারছে না। তারা নিজেদের মতপ্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত সেনাবাহিনী, সেটলারের হুমকির সম্মুখীন হচ্ছেন। তার নজির আমরা পাহাড়ি শিক্ষার্থীদের গ্রাফিটি অঙ্কন করার সময় দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কনে বাধা প্রদান ও গ্রাফিতি মুছে দেয়া হয়েছে। গ্রাফিতি অঙ্কনরত শিক্ষার্থীরা সেনা হামলা-নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেওয়ার ও জেলে আটক নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।

পিসিপি নেতা তনুময় চাকমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ হওয়ার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হলেও পার্বত্য চট্টগ্রামের মানুষ এখনো সামরিক শাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। ঘটছে ধর্ষণের মতো জঘন্য ঘটনা। সমতলে রাজবন্দীরা মুক্তি পেলেও পাহাড়ে পিসিপি নেতা কুনেন্টু চাকমা, ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ বহু নেতা-কর্মী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় এখনো জেলে বন্দী অবস্থায় দিন পার করছেন। কুনেন্টু চাকমা জামিনে জেল থেকে বের হতে গিয়ে বার বার জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের শিকার হয়েছেন।
তিনি ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা ও ছাত্রনেতা কুনেন্টু চাকমাসহ কারাগারে আটক ইউপিডিএফ ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক তাদের নিঃশর্ত মুক্ত দেয়ার দাবি জানান।
সমাবেশের সভাপতি রিনিসা চাকমা জেল গেট থেকে পুনঃ গ্রেফতার বন্ধ করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে আনন্দ প্রকাশ চাকমাসহ সকল রাজবন্দীদের মুক্তি ও পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।