মানিকছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির মানিকছড়িতে সুমিত চাকমা নামে এক ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) ভোর রাতের দিকে (রাত আড়াইটা) মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে একটি জীপ গাড়িতে করে ২০-২৫ জনের একদল সেনা সদস্য সুমিত চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় সেনাদের সাথে যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রবিউল ইসলামসহ ৩ জন সাংবাদিকও ছিলেন।
সেনারা সুমিত চাকমার বাড়িতে তল্লাশি চালায় ও বাড়িতে থাকা তাঁর স্ত্রীকে তার স্বামী সুমিত চাকমা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং আরো বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে তাকে হয়রানি করে।
তল্লাশি ও হয়রানি শেষে পরে ভোররাত চারটায় দিকে সেনারা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।
এদিকে, রাতের আঁধারে সেনাবাহিনী কর্তৃক এভাবে হয়রানিমূলক বাড়ি তল্লাশির ঘটনায় এলাকার জনগণ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।