রামগড়ে এক গ্রামবাসীকে আটক করে নিয়ে গেছে সেনাবাহিনী!

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দাতারাম পাড়া থেকে সেনাবাহিনী এক গ্রামবাসীকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) দিবাগত রাত ২:৩০টার সময় এ আটকের ঘটনা ঘটে।
আটক গ্রামবাসীর নাম ভূবন জয় ত্রিপুরা (৩৭), পিতা- ব্রজ মোহন ত্রিপুরা, গ্রাম- দাতারাম পাড়া, পাতাছড়া ইউপি, রামগড়, খাগড়াছড়ি। তিনি পেশায় স্থানীয় একজন দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২:৩০টার সময় সিন্দুকছড়ি জোন থেকে সেনাবাহিনীর একটি দল দাতারাম পাড়ায় এসে ভুবন জয় ত্রিপুরার বাড়ি ঘেরাও করে। পরে সেনাবাহিনীর সদস্য ও তাদের সাথে লুঙ্গি পরিহিত ৩ জন বাঙালিও বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সেনারা তার বাড়ির পার্শ্ববর্তী থেকে অরগেন ত্রিপুরা (২৪) পিতা- জীবন ত্রিপুরা ও রুবেল ত্রিপুরা (২৭), পিতা- কামার কুমার ত্রিপুরা নামে দুই ব্যক্তিকেও ডেকে নিয়ে আসে। এরপর সেনারা বাড়িতে তল্লাশি চালিয়ে ভূবন জয় ত্রিপুরার মেয়ের ঘুমানোর বিছানা থেকে নিজেদের রেখে দেওয়া একটি দেশীয় তৈরি ‘এলজি’ উদ্ধার দেখায়।
পরে সেনারা ভূবন মোহন ত্রিপুরাকে আটক করে নিয়ে যায়।
এদিকে, আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে অরগেন ত্রিপুরা ও রুবেল ত্রিপুরাকে মুরুব্বীসহ সিন্দুকছড়ি জোনে হাজির হতে বলা হয়। তারা গ্রামের কার্বারিসহ সিন্দুকছড়ি জোনে গেছেন বলে খবর পাওয়া গেছে।
সকাল ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটক ভূবন জয় ত্রিপুরাকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।