ঢাকায় `গণঅভ্যুত্থান ও নারী প্রশ্ন’ শীর্ষক সংলাপ

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে `গণঅভ্যুত্থান ও নারী প্রশ্ন’ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) বেলা ৩টার সময় ‘ক্ষুব্ধ নারী সমাজ’ উদ্যাগে এই সংলাপের আয়োজন করে।
আলোচনার আগে গণঅভ্যুত্থান ও পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সাম্প্রদায়িক হামলায় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ফরিদা আক্তার (অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা), শারমীন এস মুরশিদ (অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা), ব্যারিস্টার সাদিয়া আরমান, মোশরেফা মিশু, সামিনা লুৎফা নিত্রা, মির্জা তসলিমা সুলতানাসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিগণ।
সংলাপ শুরুর আগে সূচনা বক্তব্য পাঠ করেন সীমা দাস শিমু।
সংলাপে নারী প্রতিনিধিগণ তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে নানা প্রতিবন্ধকতাগুলো উল্লেখ করেন। তারা গণঅভ্যুত্থানে নারীদের কিছু প্রত্যাশার কথা তুলে ধরেন।
সংলাপে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা পার্বত্য চট্টগ্রামে নারীদের অবস্থা এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।