আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ

0


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

“ফ্যাসিস্ট শাসনমুক্ত পার্বত্য চট্টগ্রাম চাই” শ্লোগানে নির্দলীয়, সৎ ও যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) সকাল ৯টায় “ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ, মানিকছড়ি, খাগড়াছড়ি” ব্যানারে মানিকছড়ি উপজেলার ধর্মঘর এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি সদরের আমতলা, উপজেলা পরিষদ ভবন এলাকা ঘুরে এসে আবারও ধর্মঘরে এসে সমাবেশে মিলিত হয়।


এ সময় মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জনতা ‘অবিলম্বে আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের মানিকছড়ি উপজেলা প্রতিনিধি সুইজাই কার্রারীর সভাপতিত্বে ও শিক্ষার্থী মিলি মারমার সঞ্চালনায়  বক্তব্য রাখেন শিক্ষার্থথী সাজাইহ্লা মারমা ও পাইমং মারমা।

বক্তারা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর ১৯৯৯ সাল থেকে একনাগারে ২৫-২৬ বছর ধরে কোন স্বচ্ছতা-জবাবদিহিতা ছাড়া সন্তু লারমার আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসে রয়েছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বতীকালীন সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিলেও, এমনকি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করলেও আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের কোন উদ্যোগ সরকার নেয়নি। ফলে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগকৃত সন্তু লারমাসহ অন্যান্যরা এখনো আঞ্চলিক পরিষদে বহাল তবিয়তে রয়েছেন।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, আঞ্চলিক পরিষদের চেয়ারে বসে সন্তু লারমা খুন-খারাবি ও ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রেখেছেন। শুধুমাত্র নিজের ক্ষমতা ও গদি রক্ষার্থে সন্তু লারমা শাসকগোষ্ঠির ক্রীড়নক হয়ে পার্বত্য চট্টগ্রামে সংঘাত ও খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। তাই আমরা আর সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারে দেখতে চাই না। 

বক্তারা অবিলম্বে আঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমারসহ ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অপসারণ করে সৎ, যোগ্য ও নির্দলীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ দিয়ে আঞ্চলিক পরিষদ পুনর্গঠন করার জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More