ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুইমারা-মাটিরাঙ্গায় পোস্টারিং

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ইউপিডিফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুইমারা-মাটিরাঙ্গায় হাতে লেখা পোস্টারিং করা হয়েছে।
দলটির গুইমারা-মাটিরাঙ্গা ইউনিটের উদ্যোগে এসব পোস্টারিং করা হয়।
বিভিন্ন স্থানে সাঁটানো হাতে লেখা পোস্টারগুলোতে “আত্মশক্তিই আসল শক্তি, সংগঠিত হোন; ২. মৌনতা অপরাধ, নিস্ক্রিয়তা আত্মঘাতী, প্রতিরোধই মুক্তি: সত্য ও ন্যায়ের জয় অনিবার্য; মুক্তিকামী জনতার বিজয় অবশ্যম্ভাবী; দালালি ও লেজুড়বৃত্তিতে মুক্তি নেই, লড়াই সংগ্রামে সামিল হোন”… ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
শ্লোগানগুলো বাংলা ভাষার পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায়ও তর্জমা করে পোস্টারে লেখা হয়েছে।


গুইমারা-মাটিরাঙ্গা উপজেলার সদর, আমতলী পাড়া, রামসু বাজার দেওয়ান পাড়া, বাইল্যাছড়ি, তৈমাতাই, নারায়ণ পাড়া, বুধোধন পাড়া, থলিপাড়া, মানিকচন্দ্র পাড়া, জরিটিলা, ওয়াসু, অভ্যা, ১০ নং, জিরেন্দ্র কার্বারী পাড়া, কুল পাড়া, চন্দ্র পূর্ণ কার্বারী পাড়া, নতুন পাড়া, রেংখুংসহ বিভিন্ন এলাকায় উক্ত শ্লোগান সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে।




উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। ১৯৯৮ সালে এ দলটি গঠিত হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।