রামগড়ে তিন সংগঠনের বিক্ষোভ, ললিত চাকমার বাড়িতে হামলাকারী সেটলারদের গ্রেফতারের দাবি

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাঙ্গেল পাড়ায় ললিত চাকমার বাড়িতে সেটলার বাঙালি কর্তৃক হামলা, অগ্নিসংযোগ ও তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং হামলাকারী মো. কালাম সওদাগর ও শাহাদাৎ হোসেন গংদের গ্রেফতারের দাবিতে রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন সংগঠন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০.৩০টায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যৌথ উদ্যোগে রামগড়ের দাতারাম পাড়া মুখ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খাগড়াছড়ি–ঢাকা সড়ক প্রদক্ষিণ করে যৌথখামারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে প্রায় ৪০০ জনের অধিক জনগণ অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রামগড় উপজেলা শাখার সভাপতি গুলমনি চাকমার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রামগড় উপজেলা শাখার সভাপতি তৈমাং ত্রিপুরা।
বক্তারা ললিত চাকমার বাড়িতে সেটলাদের হামলা-অগ্নিসংযোগ ও তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এ ধরনের হামলার ঘটনা নতুন নয়। বিশেষ করে রামগড়ে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা হরহামেশা ঘটে থাকে। সরকার ও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করার কারণে দিন দিন এ ধরনের হামলা বৃদ্ধি পাচ্ছে।


বক্তারা আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্র-গণঅভ্যুত্থানের পরবর্তী হাসিনা সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উত্তরণে পদক্ষেপ নেবে। কিন্তু উল্টো আমরা হামলাসহ দমন-পীড়নের শিকার হচ্ছি। গত বছর সেপ্টেম্বরে দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘটিত পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলার কোন বিচার না হওয়ায় এখন রামগড়সহ অন্যান্য এলাকায়ও সেটলার বাঙালিরা হামলা চালাচ্ছে। অন্তর্বতীকালীন সরকার ও তার প্রশাসন জনগণের জনমালের নিরাপত্তা দিতে পারছে না। ফলে পাহাড়ি জনগণ এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন।


সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারী মো. কালাম সওদাগর ও মো. শাহাদাৎ হোসেন গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবার ও পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১:০০টার সময় খাগড়াবিল এলাকার মো. কালাম সওদাগর ও মো. শাহদাৎ হোসেনের নেতৃত্বে একদল সেটলার নাঙ্গেল পাড়ায় এসে ললিত চাকমার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বাড়িটি পুড়িয়ে দেয়ার চেষ্টা চালায়। এ সময় সেটলাররা তার স্ত্রীকেও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।