কাউখালীর পানছড়ি উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান, পাঠদানে ব্যাঘাত

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয়ে গতকাল (১৬ ফেব্রুয়ারি ২০২৫) থেকে সেনাবাহিনীর অবস্থানের খবর পাওয়া গেছে।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬০ বেঙ্গলের একজন মেজরের নেতৃত্বে ১২০ জনের একদল সেনা সদস্য গতকাল (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা এবং সন্ধ্যা ৬টার দিকে দুই দফায় পানছড়ি উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছায়। সেখান থেকে সেনারা ছোট নভাঙা, নাকশাছড়ি, ডেবাছড়ি, শুকনাছড়ি, হাজাছড়িসহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।
তবে আজ (সোমবার) বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টহলের সময় কাউকে হেনস্থা বা হয়রানি করার অভিযোগ পাওয়া যায়নি।
বিদ্যালয়ের তৃতীয় তলায় সেনারা অবস্থান করছে। আর ১ম ও ২য় তলায় শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। তবে সেনাদের অবস্থানের কারণে কিছুটা হলেও পাঠদানে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।