ছাত্রনেতা দিলীপ রায়সহ আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশী হামলার নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫                                            

ঢাকায় তিন মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাসসহ যাবতীয় বকেয়ার দাবিতে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিলে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক দিলীপ রায়সহ আন্দোলনরত শ্রমিকদের ওপর বিনা উস্কানিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলার সাথে যুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন হলেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও শ্রমিকদের মজুরি নিয়ে নানা ধরনের টালবাহানা সৃষ্টি করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আজ পতিত হাসিনার প্রেতাত্মাদের মতো প্রশ্নবিদ্ধ। গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনকে দমন করার জন্য শ্রমিকদের ওপর একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছিল। গত ৫ই আগস্ট শ্রমিক-ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হলেও থেমে থাকেনি শ্রমিকদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হত্যা, হামলা ও নির্যাতন। এ হামলার দায় পুরোপুরি অন্তর্বর্তী সরকারের।

ছাত্রনেতা দিলীপ রায়কে ঘিরে ধরে লাঠিপেটা করছে পুলিশ। 


নেতৃদ্বয় আরো বলেন, ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করা দেশের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকারের ওপর পুলিশের নগ্ন হস্তক্ষেপ ও হামলা স্বৈরাচারী হাসিনাকে স্মরণ করিয়ে দেয়। দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থার দিকে রুপান্তর করতে হলে সভা-সমাবেশের ওপর হামলা ও অন্যায়ভাবে গ্রেফতার বন্ধ করতে হবে। একই সঙ্গে গণঅভ্যুত্থান পরবর্তী সারা দেশে যত নিপীড়ন, নির্যাতন, হত্যা ও ধর্ষণসহ সমস্ত ঘটনার দায় নিয়ে অর্ন্তবর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

নেতৃদ্বয়, অবিলম্বে শ্রমিকদের তিন মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাসসহ যাবতীয় বকেয়া পরিশোধ করা, দিলীপ রায়সহ আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নগ্ন হামলার যথাযথ বিচারের দাবি জানান।

উল্লেখ্য, তিন মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাসসহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা টানা তিন দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন। আন্দোলনরত শ্রমিকরা আজ (মঙ্গলবার) বেলা ১২টার দিকে শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় প্রেসক্লাবের সামনে পুলিশ বিনা উস্কানিতে মিছিলে অংশগ্রহণাকরীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এতে আন্দোলনে সংহতি জানাতে গিয়ে বিপ্লবী ছাত্র মৈত্রির সভাপতি ও গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক দিলীপ রায়, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, ছাত্র ফ্রন্টের কর্মী আরাফসহ ৭-৮ জন শ্রমিক মারাত্মকভাবে আহতসহ আরো বেশ কয়েকজন আহত হন। এ সময় ছাত্রনেতা দিলীপ রায়সহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নেয়ার পর ছেড়ে দেয়া হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More