দীঘিনালায় ৮ পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়: নারীসহ ৪ সেটলারকে গ্রেফতার করেছে পুলিশ

আটককৃত অপহরণকারীরা। ছবি সৌজন্যে: দৈনিক আজাদী
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১০ মার্চ ২০২৫
সাজেক যাওয়ার পথে গত ৩ মার্চ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকা থেকে আট পর্যটককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় এক নারীসহ চার সেটলারকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ ২০২৫) রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
গ্রেফতারকৃতরা হলেন- বেলাল, আজিবুর রহমান, সহিদুল এবং সুফিয়া বেগম। তারা চিটিং টিলা এলাকার বাসিন্দা।
ওসি জাকারিয়া বলেন, ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরে বাসিন্দা মো. খলিলুর রহমানসহ তারা আট বন্ধু সাজেকে ঘুরতে যাওয়ার উদ্দেশে খাগড়াছড়ি আসেন। পরদিন (৩ মার্চ) তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশে রওয়ানা হন।
“সকাল সাড়ে ১০টায় দীঘিনালার নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারীরা গাড়ির গতিরোধ করে তাদেরকে একটি আমবাগানের নিয়ে যায়। সেখানে সারা রাত তাদের আটকে রেখে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাত লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ৪ মার্চ তাদের ছেড়ে দেওয়া হয়।”
পরে ভুক্তভোগীরা স্থানীয়দের মাধ্যমে টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে রবিবার ঘটনাটি দীঘিনালা থানা-পুলিশকে জানান।
ওসি বলেন, ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল এবং সুফিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি একটি দেশি অস্ত্র।
এ ঘটনায় আটক চারজনসহ আটজনের নাম উল্লেখ করে অপহরণের শিকার খলিলুর রহমান মামলা করেছেন বলে জানান ওসি জাকারিয়া।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তথ্য সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আজাদী।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।