‘চৈত্র সংক্রান্তি’ ও ‘বৈ-সা-বি’ উপলক্ষে ৫ দিনের ছুটি দাবিতে রাবি উপচার্যকে স্মারকলিপি

0


রাবি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সকল জাতিসত্তাদের প্রধান সামাজিক উৎসব ‘চৈত্র সংক্রান্তি’ ও ‘বৈ-সা-বি’ উপলক্ষে ৫ (পাঁচ) দিনের ছুটি ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাহাড় ও সমতলে ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনসমূহ।

আজ মঙ্গরবার (১১ মার্চ ২০২৫) দুপুর ২:৩০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে উপাচার্য জনাব ড. সালেহ হাসান নকীবের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা  হয় “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১০ ভাষাভাষী পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিহু, সাংক্রান বা সংক্ষেপে বৈসাবি আমাদের আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ উৎসব পার্বত্য অঞ্চলের পাহাড়ি জাতিসত্তা এবং সমতলের আদিবাসী জাতিসত্তার কাছে জাতীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, প্রতি বছর এই উৎসব পালন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি এবং সমতলের আদিবাসী শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সময় বিশ্ববিদ্যালয় খোলা থাকে বিধায় তারা নিজ পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনের সাথে মিলে উৎসব করার অধিকার থেকে বঞ্চিত হয়।”

এতে আরো বলা হয় “বাংলাদেশের অন্যান্য জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব পালনের সুবিধার জন্য যেমন দীর্ঘ ছুটি প্রদান করা হয়, তেমনি পার্বত্য অঞ্চলের পাহাড়ি জাতিগুলোর এবং সমতলের আদিবাসীদের বৃহত্তম সামাজিক উৎসব উদযাপনের স্বার্থেও পর্যাপ্ত ছুটি বরাদ্দ করা প্রয়োজন। দেশে বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে উৎসব কেন্দ্রীক এই উৎকট ছুটি বৈষম্য দূর করা এখন সময়ের দাবি।আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি ও সমতলের আদিবাসী শিক্ষার্থীদের পক্ষে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এবং জুম্ম শিক্ষার্থী পরিবার, বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন ছাত্র সংগঠন  কর্তৃপক্ষের কাছে প্রতি বছর ১২-১৬ এপ্রিল ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি।”

স্মারকলিপি প্রদানকালে রাবি উপাচার্য সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করে বলেন ” ছুটি বিষয়ে আমি রেজিস্ট্রার এর সাথে আলাপ করে উৎসবের সময় ছুটি রাখার বিষয়টি দেখবো।”

স্মারকলিপিতে স্বাক্ষর করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সমুজ্জ্বল চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার সদস্য শুভাশীষ চাকমা, বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন ছাত্র সংগঠনের সভাপতি রিংকু বর্মন।

স্মারকলিপি প্রদানের আগে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সকল জাতিসত্তাদের প্রধান সামাজিক উৎসব ‘চৈত্র সংক্রান্তি’ ও ‘বৈ-সা-বি’ উপলক্ষে ৫ দিনের ছুটির সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৬-১০ মার্চ ২০২৫ পর্যন্ত ৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে সমর্থন জানিয়ে সর্বমোট ২৭৪ জন শিক্ষক, সাংবাদিক, কর্মচারী, শিক্ষার্থী ও সমাজকর্মী,সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন ক্লাবের সদস্য স্বাক্ষর করেছেন।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More