সন্তু গ্রুপের হামলায় নিহত ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরার দাহক্রিয়া সম্পন্ন, শেষ শ্রদ্ধা নিবেদন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সন্ধ্যা ৭টায় তাইন্দংয়ের নিজ গ্রাম হেডম্যান পাড়া এলাকায় স্থানীয় শ্মশানে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অনুয়ায়ী তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে পোস্টমর্টেম শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এরপর মরদেহের কফিন ইউপিডিএফ’র পতাকায় আবৃত করার পর পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে ইউপিডিএফ’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আইসুক ত্রিপুরা, শান্ত ত্রিপুরা ও কলম্বাস চাকমা। এরপর পিসিপি, ডিওয়াইএফ, শহীদ পরিবার ও এলাকাবাসী মরদেহের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে সুবি ত্রিপুরার প্রতি শেষ শ্রদ্ধা জানান।


শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সংগঠক আইচুক ত্রিপুরা নিহত সুবি ত্রিপুরার সহধর্মীনি ভারতী ত্রিপুরার হাতে ইউপিডিএফের দলীয় পতাকা হস্তান্তর করেন।

নিহত সুবি ত্রিপুরার সহধর্মীনি ভারতী ত্রিপুরার হাতে দলীয় পতাকা হস্তান্তর করছেন আইচুক ত্রিপুরা।
পরে ইউপিডিএফ সংগঠক স্বাধীন চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন ইউপিডিএফের পানছড়ি ইউনিট সংগঠক আইসুক ত্রিপুরা, যুব নেতা বরুন চাকমা, পিসিপি নেতা সুনীলময় চাকমা প্রমুখ।
আইসুক ত্রিপুরা বলেন, সেনাবাহিনী ও সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে সন্তু লারমা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাহাড়ে যারা অধিকারের জন্য লড়াছে, যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে, ভুমি বেদখলের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে রাষ্ট্রীয় পরিকল্পনা মাফিক সন্তু লারমার সন্ত্রাসীদের দিয়ে হত্যা করা হচ্ছে। তিনি সন্তু লারমা এই খুন-খারাবি ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বরুন চাকমা বলেন, ফেনী তাইন্দং এলাকার ভুমিদস্যু ও ভুমি বেদখলের বিরুদ্ধে ইউপিডিএফ প্রতিরোধ লড়াই করছে। যার কারণে ভুমি বেদখলকারী ভূমিদস্যুদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। এ এলাকায় ভূমি রক্ষার লড়াইকে স্তব্ধ করে দিতে সন্তু লারমার সন্ত্রাসীদের দিয়ে সুবি ত্রিপুরাকে হত্যা করা হয়েছে।

দাহক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী এলাকার জনগণ নিজেদের মোবাইলের লাইট জ্বালিয়ে অনুষ্ঠানস্থল আলোকিত করেন।
তিনি আরো বলেন, সুবি ত্রিপুরাকে হত্যা করলেও এই এলাকায় ভুমি রক্ষার্থে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। তিনি আগামীতে ভূমি রক্ষার আন্দোলনসহ যেকোন আন্দোলনে জোরালোভাবে অংশগ্রহন এবং সন্তু লারমার খুনি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সুনীলময় চাকমা বলেন, সন্তু লারমা আঞ্চলিক পরিষদের গদি রক্ষার্থে তার পালিত সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত করছে। তিনি সুবি ত্রিপুরার হত্যাকারী সন্তু লারমার সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গতকাল (১৯ মার্চ) সকাল ৭ টার সময় তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে সুবি ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।