পানছড়িতে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ নেতার ভাইকে অপহরণ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ নেতা নূতন কুমার চাকমার ভাইকে অস্ত্রের মুখে অপহরণ করেছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) সকালে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তির নাম উত্তম কুমার চাকমা (৫৫), পিতা- করপ চন্দ্র চাকমা, গ্রাম- হারুবিল। তিনি ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাপতি নূতন কুমার চাকমার ছোট ভাই।
জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে ধুধুকছড়া বাজারে নিজের দোকানে যান উত্তম কুমার চাকমা। সকাল ৭টার সময় সন্তু গ্রুপের সন্ত্রাসী বিপ্লব ও তুংলো চাকমার নেতৃত্বে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল ধুধুকছড়া বাজারে হানা দিয়ে নিজের দোকান থেকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর সন্ত্রাসীরা তাকে তাদের আস্তানা রূপসেন পাড়ার দিকে নিয়ে যায় বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গতকাল উত্তর ধুধুকছড়া থেকে লক্ষী চাকমা (তুঙ্গ্যা) নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে অপহরণ করে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা। তাকেও এখনো মুক্তি দেওয়া হয়নি।
স্থানীয় এলাকাবাসী সন্তু গ্রুপের এমন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে অপহৃত ব্যক্তিদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।