ডিওয়াইএফ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্যাচরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
“আসুন, পাহাড়কে ধ্বংসের হাত থেকে রক্ষা করি, সুস্থ সুন্দর সমাজ ও মনুষ্য বসবাসযোগ্য পরিবেশ গড়ার লক্ষ্যে যুবসমাজ এগিয়ে আসুন” এই শ্লোগানে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর ২৩তম প্রতিষ্ঠিাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির নান্যাচরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি করেছে গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখা।
আজ শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় যুব ফোরামের নেতা-কর্মী, সমর্থকরা নান্যাচরের টিএন্ডটি বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। এতে শিশু-কিশোররাও অংশগ্রহণ করেন। এর আগে এর আগে গত ২ এপ্রিল তারা চিকা ও দেয়াল লিখন করেন।

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শেষে নেতা-কর্মীরা বাজার কমিটি ও বাজারের দোকানদারদেরকে যত্রতত্র প্লাস্টিক, পলিথিন না ফেলে নিদিষ্ট স্থানে পুড়িয়ে ফেলার জন্য আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।