সাজেকের উদয়পুরে সন্তু গ্রুপ কর্তৃক মিজোরামের এক যুবককে হত্যার অভিযোগ!

সন্তু গ্রুপের নির্যাতনে নিহত লাল্যু চাকমা’র মরদেহ। ছবি: প্রতিনিধি
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
রাঙামাটির সাজেকের উদয়পরে জেএসএস সন্তু গ্রুপের লোকেরা বিঝুর নিমন্ত্রণে আসা মিজোরামের শিলছড়ি এলাকার এক যুবককে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পওয়া গেছে।
গতকাল রবিবার (১৩ এপ্রিল ২০২৫) এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত যুবকের নাম লাল্যু চাকমা (১৮), পিতা- হোক্কে চাকমা, গ্রাম- শিলছড়ি, মিজোরাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (১৩ এপ্রিল) ছিল চাকমাদের মূল বিঝু উৎসব। লাল্যু চাকমা বিঝুর নিমন্ত্রণ খেতে বর্ডার পার হয়ে সাজেকের উদয়পুরে আসলে কোন কারণ ছাড়াই সন্তু গ্রুপের উদয়পুরের পরিচালক লিটন চাকমার নির্দেশে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। পরে মুমুর্ষু অবস্থায় তাকে সীমান্তের কাছে এক জায়গায় ফেলে রেখে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিলছড়ির বাসিন্দারা এসে তাকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরো যারা জড়িত রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন তারা হলেন- ১। তরুণ কান্তি চাকমা (পরিচালক লিটন চাকমার ভাই ও লাইনম্যান, উদয়পুর বাজার), ২. রুবেল চাকমা (আদর্শী বাপ), উদয়পুর, ৩. স্বপন চাকমা (ছয়নালছড়া), ৪. উদয়ন চাকমা, পিতা- ডুরবান্যা চাকমা, ৫. বাত্যা চাকমা, পিতা- অজ্ঞাত। এর মধ্যে উদয়ন ও বাত্যা চাকমা দু’জনেই উদয়পুর বাজারের দোকান ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা।
স্থানীয়দের তথ্য মতে, লাল্যু চাকমাকে নির্যাতন ও হত্যার ঘটনায় উদয়ন ও বাত্যা চাকমা প্রধান ভূমিকা পালন করেছেন।
সাজেক থানার উদয়পুর আর মিজোরামের শিলছড়ি বর্ডার এলাকা। মাঝখানে সাজেক নদী। এপার ওপারে চাকমা সম্প্রদায়ের বসবাস। কোনপ্রকার বর্ডারের নিয়ম কানুন না মেনে অনেকটা এক দেশের মত করে চলাফেরা করে আসছেন দুই দেশের সাধারণ জনতা। পারস্পরিক বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক সবকিছু যেন এক দেশের নাগরিক। তাদের মধ্যে কোন ধরাবাঁধা নেই। ফুল বিঝুর দিন সাজেক নদীতে ফুল দিতে একাকার হয়েছিলেন তারা।
কিন্তু সাম্প্রতিক সময়ে জেএসএস সন্তু গ্রুপ মিজোরামের লোকজনকে বাংলাদেশ বর্ডার পার হয়ে সাজেক উদয়পুর বাজারে আসা বন্ধ করে দেয়। সেই সুত্র ধরে মিজোরামের শিলছড়ি থেকে বিঝুর নিমন্ত্রণে আসা লাল্যু চাকমাকে অমানুষিক নির্যাতনের হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
উল্লেখ্য যে, সাজেক উদয়পুর নামক জায়গাটি জেএসএস সন্তু গ্রুপের নিয়ন্ত্রিত। অনেকটা তাদের স্বাধীন আলাদা ভূখন্ড। সেখানে অন্য কারোর শাসন নেই। সন্তু গ্রুপই সেখানে যা ইচ্ছে তাই করে থাকে। আর তাদের আজ্ঞাবহ স্হানীয় দোকানদার উদয়ন চাকমার একচেটিয়া কারবারই সেখানে প্রধান। উদয়ন চাকমার ইন্ধনে ইতিমধ্যে উদয়পুর বাজার থেকে স্হানীয় দোকান ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে। আরো বেশ কয়েকজনকে উচ্ছেদের তালিকায় রাখা হয়েছে বলেও জানা গেছে।
শুধু স্হানীয় দোকান ব্যবসায়ীরা উচ্ছেদের শিকার হচ্ছেন তা নয়। সাজেক মাচলং, গঙ্গারাম ও বাঘাইহাট এলাকার বহু অস্থায়ী ব্যবসায়ীদেরকেও উদয়পুর বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে সন্তু গ্রুপ। এর প্রতিবাদে মাচলং, বাঘাইহাট এলাকার সমস্ত ব্যবসায়ীরাও উদয়পুর বাজারে মালামাল সরবরাহ বন্ধ রেখেছেন।
লাল্যু চাকমা হত্যার ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর বর্ডারে বর্তমানে উভয় এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।