উখিয়ায় রোহিঙ্গা যুবক কর্তৃক এক চাকমা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

0

 ধর্ষণ চেষ্টাকারী রোহিঙ্গা যুবক শহীদুল ইসলাম। ছবি: সংগৃহিত


উখিয়া (কক্সবাজার), সিএইচটি নিউজ

রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের তেলখোলা চাকমা পাড়া এলাকায় রোহিঙ্গা যুবক কর্তৃক এক চাকমা নারীকে(৩৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকাল ৮টার দিকে তেলখোলা জুম পাহাড়ে কাজে যাওয়ার সময় ওই চাকমা নারীকে ধর্ষণ চেষ্টা করে ক্যাম্প ১১ এর শহীদুল ইসলাম নামের এক যুবক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে ওই চাকমা নারী পার্শ্ববর্তী জুম পাহাড়ে কাজে যাওয়ার সময় একা পেয়ে শহিদুল ইসলাম নামে এক রোহিঙ্গা যুবক জোরপূর্বক ধর্ষণের চেষ্ট করে। তখন ওই নারী চিৎকার শুনে আশপাশের এলাকার লোকজন এগিয়ে আসে।

লোকজনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জনতার হাতে আটক হয় ধর্ষণ চেষ্টাকারী যুবক। পরে এলাকাবাসী তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রোহিঙ্গা যুবককে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী নারীর পরিবারকে আইনি সহায়তা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তথ্যসূত্র: উখিয়া নিউজ



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More