খাগড়াছড়ির শিবমিন্দর এলাকায় সেনাবাহিনীর অভিযান, ৭ গ্রামবাসীকে আটকের খবর

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শিবমন্দির এলাকা থেকে সেনাবাহিনী অন্তত ৭ গ্রামবাসীকে আটক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

জানা গেছে, আজ সোমবার (২১ এপ্রিল ২০২৫) ভোরে বিপুল সংখ্যক সেনা সদস্য শিবমন্দির এলাকার পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা গ্রামবাসীদের জিম্মি করে ঘরবাড়ি তল্লাশিসহ নানা হয়রানি করে।

এ সময় সেনারা অন্তত ৭ গ্রামবাসীকে আটক করেছে বলে খবর এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি এবং আটককৃতদের পরিচয়ও পাওয়া যায়নি।

শিবমন্দির ছাড়াও বাউরো পাড়া বৌদ্ধবিহারসহ আশে-পাশের এলাকায়ও সেনারা অভিযান চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেএসএস সন্তু গ্রুপের ছাত্র সংগঠনের অভিযযোগের ভিত্তিতে কথিত “অপহরণ” হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারের নামে সেনাবাহিনীর এমন অভিযানে এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More