সিএইচটিনিউজ.কম
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে আজ ২২ ডিসেম্বর সোমবার সকালে মংসানু মারমা(২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি বাটনাতলী ইউনিয়নের তিনঘর্য্যা পাড়ার মৃত মংক্য মারমার ছেলে। আটক মংসানু মারমা একজন ভাড়ায় মোটর সাইকেল চালক।
জানা যায়, গতকাল রবিবার মানিকছড়ি থানা থেকে ৩ জন পুলিশ সদস্য সুদুরখীল থেকে মংসানু মারমাকে মানিকছড়িতে ডেকে নিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা দাবি করে। না হলে আটকের হুমকি দেয়। কিন্তু তার কাছে এত টাকা না থাকায় তিনি আজ সোমবার (২২ ডিসেম্বর) টাকাগুলো দেবেন বলে তাদেরকে কথা দিয়ে তিনি বাড়িতে ফেরেন। কথামত সকাল সাড়ে ৮টার দিকে তিনি পুলিশ সদস্যদের টাকা দেয়ার জন্য মানিকছড়িতে গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আটকের পর তাকে মানিকছড়িতে নিহত চিংসামং চৌধুরী হত্যা মামলায় জড়িত করে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।