রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
চাকুরির প্রলোভন দেখিয়েষোড়শি এক পাহাড়ি মারমা তরুণীকে মোবইল ফোনে ঘর থেকে ডেকে এনে বাজার থেকেঅপহরণ করে গণধর্ষণ করা হয়েছে। খবর সিএইচটিনিউজটুয়েন্টিফোর.কম-এর। চট্টগ্রাম শহরের একটি ভাড়া বাসায় এক মহিলারসহায়তায় চারদিন ধরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে ধর্ষিতার পিতাচট্টগ্রাম জেলা প্রশাসকের শরণাপন্ন হলে পুলিশ দূর্বৃত্তদের আটক করেভিকটিমকে উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিম কালাবি মারমা বাদি হয়ে চারজনকে আসামীকরে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন। পুলিশ রবিবার (১৩ নভেম্বর) আটককৃতদেরজেল হাজতে ও ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্যে চমেক হাসপাতালের ফরেনসিকল্যাবে পাঠিয়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায়চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজার থেকে কালাবি মারমা (১৮) কেঅপহরণ করা হয়। সে পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলারশিয়ালবুক্কা পাড়া গ্রামের সুগারমিল এলাকার উশি মারমার মেয়ে।
মামলারবিবরণ ও ধর্ষিতার পিতা জানান, রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলারশিয়ালবুক্কা পাড়ার সুগার মিল এলাকার উশি মারমার যুবতী কন্যা কালাবি মারমা (১৮)-কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রামের নুরুল আলম প্রকাশফজলা সিকদারের পুত্র কামাল উদ্দিন প্রকাশ জুয়েল (২২) পূর্ব পরিচয়ের সুত্রধরে চট্টগ্রাম শহরে চাকুরির প্রলোভন দেখায়। গত ৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায়মোবাইল ফোনে তাকে রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজারে ডেকে আনেন। এসময় তাকেচাকুরির ইন্টারভিউ দেয়ার কথা বলে চট্টগ্রাম শহরে যাবার প্রস্তাব দিলে সেঅস্বিকৃতি জানায়। এসময় জুয়েলের সহযোগি একই এলাকার মোঃ সোলতানের পুত্র ইকবালহোসেন (২০) ও জালিয়া পাড়ার গঙ্গা রবি দাসের পুত্র সুমন রবি দাস (১৮) সহকয়েকজন কালাবিকে জোরপূর্বক অপহরণ করে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। রাতেঅপহরণকারীরা চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার ৩০০/বি সিডিএএভিনিউ এলাকার শামসু ম্যানশনে জুয়েলের বোন পরিচয়দানকারী রাঙ্গুনিয়া উপজেলারসরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের জাফর সওদাগর বাড়ির মোঃ আকবরেরকন্যা মনি আকতার প্রকাশ জেনি (১৮)‘র ভাড়া বাসায় কালাবিকে নিয়ে উঠেন। সেখানেএকটি কক্ষে তাকে রাত্রি যাপনের জন্যে থাকতে দেয়। রাতে খাওয়া-দাওয়া শেষেকালাবি মারমা শুয়ে পড়লে তিন যুবক জুয়েল, ইকবাল ও সুমন কালাবির কে ঢুকেতাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এভাবে ১২ নভেম্বর বিকেল পর্যন্ত ৩যুবক ছাড়াও তাদের বন্ধু পরিচয়ে অজ্ঞাত আরো কয়েকজন তাকে ধর্ষন করে বলেমামলায় উল্লেখ করা হয়।
এদিকে কালাবি মারমা কৌশলে পাশের এক ভাড়াটিয়ামহিলার মাধ্যমে গত ১২ নভেম্বর সকালে তার পিতার টেলিফোনে তার অবস্থানসম্পর্কে অবগত করেন। কালাবির পিতা উশি মারমা বিষয়টি চট্টগ্রামের জেলাপ্রকাশকের কাছে জানালে তিনি তাৎক্ষণিক সিএমপির পাঁচলাইশ থানা পুলিশকেভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের ব্যবস্থা নিতে বলেন। পাঁচলাইশ থানাপুলিশ শনিবার সন্ধ্যায় শামসু ম্যানসনের বাড়িটি ঘেরাও করে কালাবি মারমাকেউদ্ধার করেন। এবং অপহরণসহ ধর্ষণ ঘটনার সাথে জড়িত কামাল উদ্দিন জুয়েল (২২)ইকবাল হোসেন (২০) সুমন রবি দাস (১৮) মনি আকতার জেনি (১৮) কে আটক করেন।
ধর্ষিতারপিতা উশি মারমা জানান, এলাকায় ব্যবসা করার সুবাধে কামাল উদ্দিন জুয়েলেরসাথে আমার ও পরিবারের অন্যান্যদের সাথে পূর্ব থেকে সুসম্পর্ক ছিল। সেসুবাধেআমার মেয়েকে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল করেঘর থেকে রাণীরহাট বাজারে নিয়ে আসেন। মেয়েকে খুঁজে না পেয়ে কাঊখালি থানায়জিডি করা হয়। অজ্ঞাত এক মহিলার ফোন পেয়ে জেলা প্রশাসকের শরণাপন্ন হলে পুলিশতাকে উদ্ধার করেন। এঘটনায় রবিবার রাঙ্গুনিয়া থানায় ৪ জনকে আসামী করে নারী ওশিশু নির্যাতন আইনে ফুসলিয়ে অপহরণ, ধর্ষণ ও সহায়তার অপরাধে মামলা (নং-০৭/১৫১, তারিখ- ১২/১১/২০১১) দায়ের করা হয়। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জআবদুল লতিফ জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্যে চট্টগ্রাম মেডিকেলকলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে আসামীদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।তখন এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা জানা যাবে।