নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার বন্দুকভাঙায় জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক দুই ইউপিডিএফ সদস্যকে হত্যা ও কাউখালী থেকে সেনাবাহিনী কর্তৃক পাহাড়িছাত্র পরিষদের দুই নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে খাগাড়ছড়ি, রাঙামাটি ও ঢাকায়বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে আটককৃত পিসিপি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ইউপিডিএফ সদস্যদের হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অংকুরে বিনষ্ট করে দেয়ার সরকারী ষড়যন্ত্র-চক্রান্তের অংশ হিসেবে একদিকে সেনাবাহিনীকে দিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়া হচ্ছে, অন্যদিকে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে একের পর এক ইউপিডিএফ সদস্যকে খুন করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, সেনাবাহিনী ও সন্তু গ্রুপ যৌথভাবে পার্বত্য চট্টগ্রামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। সরকার তাদেরকে লেলিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামে অশান্তি জিইয়ে রেখে ফায়দা লুটার চেষ্টা করছে।
খাগড়াছড়ি সদর : বেলা ২:৩০ টার সময় খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়া পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মধুপুর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিতি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগাড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা, খাগড়াছড়ি সদর থানা শাখার সভাপতি সুপ্রিয় চাকমা, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি বিপুল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগাড়ছড়ি জেলা শাখার নেতা তপন চাকমা।
পানছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে দুপুর ২টার কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পানছড়ি বাজারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুমেধ চাকমা, তথ্য প্রচার সম্পাদক মংসানু মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সদস্য সচিব বরুণ চাকমা।
কুদুকছড়ি : রাঙামাটি জেলার কুদুকছড়িতে বিকাল পৌনে ৩টায় একটি বিােভ মিছিল শুরু হয়। মিছিলটি কুদুকছড়ি বাজার প্রদণি করে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য টিটু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা, দপ্তর সম্পাদক তাপুমণি চাকমা বক্তব্য রাখেন।
নান্যাচর : নান্যাচর উপজেলার রেস্ট হাউজ মাঠে দুপুর ১২টায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি তাপুমণি চাকমা ও নান্যাচর কলেজ শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা। সমাবেশ শেষে রেস্ট হাউজ মাঠ থেকে একটি বিােভ মিছিল বের করা হয। মিছিলটি নান্যাচর বাজার প্রদণি করে শেষ হয়।
কাউখালী : রাঙামাটির কাউখালী উপজেলার কচুখালী থেকে বিকাল ৩টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পোয়াপাড়া ঘুরে আবার কচুখালীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখার সভাপতি ম্যাকলিন চাকমা, সাধারণ সম্পাদক উথোয়াই মারমা ও রূপম মারমা।
ঢাকা : জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৪টায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকার শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিসিপি ঢাকা শাখার সভাপতি বিনয়ন চাকমার পরিচালনায় এবং ঢাকা শাখার সহ-সভাপতি প্রুচিংথোয়াই মারমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা শাখার সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নিরূপা চাকমা। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাব এলাকা ঘুরে শেষ হয়।