সিএইচটি নিউজ বাংলা, ২৯ সেপ্টেম্বর ২০১১
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা জামিনে মুক্তি পেয়েছেন। আজ ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার সময় চট্টগ্রাম জেল কর্তৃপক্ষ তাকে কারাগার থেকে মুক্তি দেয়।
গত ৩ ফেব্রুয়ারী মাইকেল চাকমা চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা রোডের বণিক পাড়া থেকে র্যাব কর্তর্ক গ্রেফতার হন। এরপর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গত ২৬ মে তাকে জামিন মঞ্জুর করলেও রাঙামাটির জুরাছড়ির একটি হত্যা মামলায় শ্যেন এ্যারেস্ট দেখিয়ে তাকে পূনরায় জেল গেট থেকে আটক করা হয়।
রাঙামাটি জেলা দায়রা জজ আদালত গত ১৮ সেপ্টেম্বর উক্ত মামলার জামিন মঞ্জুর করেন এবং ১৯ সেপ্টেম্বর জামিনের আদেশ রাঙামাটি জেলার জেল কর্র্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়। গতকাল ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম ও রাঙামাটিতে দায়েরকৃত সকল মামলায় জামিনের আদেশনামা চট্টগ্রাম জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরও জেল কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে নানা তালবাহানা করে। পরে আজ সন্ধ্যায় তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়। দীর্ঘ প্রায় ৭ মাস কারাভোগের পর মাইকেল চাকমা কারাগার থেকে মুক্তি মুক্তি লাভ করলেন।