খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
বান্দরবান জেলার লামা উপজেলায় রূপসী পাড়া ইউনিয়নের শিলেরতোয়া নাইক্ষ্যংঝিরি এলাকায় একই পরিবারের ৩ পাহাড়িকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী আবু মুছার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার উদ্যোগে আজ ৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি সরকারী কলেজ থেকে শুরু হয়ে মহাজন পাড়া ঘুরে শাপলা চত্বর যেতে চাইলে পুলিশ মহাজন পাড়ায় বাধা দেয়। ফলে সখান থেকে মিছিলটি চেঙ্গী স্কোয়ারে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, কলেজ শাখার সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান। এছাড়া সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন প্রগতিশীল মারমা ছাত্র সমাজেরখাগড়াছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক বাপ্পী মারমা ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি সুনীল ত্রিপুরা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে তাতে উদ্বেগ প্রকাশ করে বলেন, স্থানীয় প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে। বক্তারা এসব ঘটনা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হস্তক্ষেপ কামনা করে আশু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের ঘটনা প্রবাহের দিকে লক্ষ্য রাখলে লামা উপজেলার রূপসী পাড়ার শিলেরতোয়া এলাকার সংঘটিত খুনের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোন অবকাশ নেই। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেখানকার পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদের লক্ষ্যেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
বক্তারা হত্যাকারী আবু মুছা সহ এই বর্বর হত্যাকান্ডের সাথে জড়িত আবু মুছার দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের অন্যান্য সদস্যদের পূর্ণ নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।