সিএইচটিনিউজ.কম
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুকে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার (১৫ মার্চ) বিকেল ৪:৪৫টায় বড়াদাম বাজার থেকে সেনাবাহিনী এক শিক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক পরিতোষ চাকমা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন বোয়ালখালি আশ্রমের শিক্ষক অরুণ শান্তি চাকমা। অপরজনের নাম জানা যায়নি। তবে তিনি গাছ ব্যবসায়ী নাগর চাকমার নিযুক্ত একজন দিন মজুর বলে জানা গেছে।
পরিতোষ চাকমা জানান, টহলরত সেনা সদস্যরা বড়াদাম বাজারে অপর এক ব্যক্তির দিকে লক্ষ্য করে ৮ – ১০ রাউন্ড গুলি বর্ষণ করে। তবে তা লক্ষ্য ভ্রষ্ট হলে তিনি প্রাণে বেঁচে যান।
এছাড়া, বিজিবির ৫১ ব্যাটালিয়নের সদর দপ্তরের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পদযাত্রায় সেনা বাহিনীর হামলায় কমপক্ষে ৮ পাহাড়ি আহত হয়েছেন বলে তিনি জানান।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।