সিএইচটিনিউজ.কম
বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলার রুপালী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে রুপালী উচ্চ বিদ্যালয়, বি.টি. উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ রুপকারী উচ্চ বিদ্যালয়ের মোট ১৪৯ জন কৃতকার্য শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী তিন জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
তাছাড়াও উপজেলার GPA-5 প্রাপ্ত সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মঙ্গল বিকাশ চাকমাকে আর্থিক সহায়তা সহ কৃতিত্বের সনদ প্রদান করা হয়েছে।
সংবর্ধনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গলতলী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও সংর্ধনা কমিটির সদস্য সচিব, উত্তরায়ন চাকমা, ৩৪নং রুপকারী ইউপি চেয়ারম্যানপারর্দশী চাকমা চেয়ারম্যান, ৩৫নং বঙ্গলতলী ইউপি চেয়ারম্যনি তারুসী চাকমা, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান যতীন রায় চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক লালন বিহারী চাকমা ও সমাজ সেবক ভূবন কান্তি চাকমা।
অনুষ্ঠান পরিচালনা করেন শশি কিরণ চাকমা
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।