কাউখালী(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলাধীন শুকনাছড়ি আর্মি ক্যাম্প ও খিরাপ ক্যাম্প থেকে ৩০/৩৫ জনের একদল সেনা আজ ১৮ ফেব্রুয়ারী সকাল আনুমানিক ১০টার সময় রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ডলু পাড়ায় অপারেশনে যায়। শুকনাছড়ি ক্যাম্পের কমান্ডার লে: আকবর হোসেন তাদের নেতৃত্ব দেন৷ তাদের সাথে ৫/৬ জন বোরখা পার্টির সদস্যও ছিল৷ সেনারা ডলু পাড়া বৌদ্ধ বিহারে দরজা ভেঙে প্রবেশ করে তল্লাশি চালায়৷ পরে সেখানকার স্থানীয় চায়ের দোকানদার পরিমল চাকমার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে হেনস্থা করার চেষ্টা করে।
পরিমল চাকমা পঙ্গু হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না৷ কোনরকমে চায়ের দোকান দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন।