নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপলসডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তি দেব চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের আহ্বায়ক মিঠুন চাকমা আজ ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে রাঙামাটির লংগদু উপজেলার রাঙিপাড়া গ্রামে সেটলার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গুলছাখালি থেকে কয়েক শত সেটলার একটি লাশ নিয়ে মিছিল শেষে সন্ধ্যা ৬টার দিকে দিকে রাঙিপাড়ায় গ্রামে হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেয়।রাঙিপাড়াসহ আশেপাশের পাহাড়ি গ্রামবাসীরা বর্তমানে ভয়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি।
নেতৃবৃন্দ হামলার সময় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, তারা সেটলারদের বাধা দেয়ার পরিবর্তে হামলায় প্রত্যক্ষ সহায়তা দিয়েছে।এছাড়া উদ্দেশ্যমূলকভাবে পুলিশ ও স্থানীয় প্রশাসন সেটলারদেরকে লাশ নিয়ে মিছিল করতে দিয়ে হামলায় উত্সাহিত যুগিয়েছে।
ঘটনার প্রতিবাদে আগামীকাল রাঙামাটিতে বিক্ষোভসমাবেশ করা হবে।এরপর উক্ত সমাবেশ থেকে পরবর্তীকর্মসূচী ঘোষণা করা হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার,ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনর্বাসনের দাবি জানান।