নান্যাচর প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রাঙামাটি জেলার নান্যাচর উপজেলার বগাছড়িতে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ির রেকর্ডীয় জায়গা বেদখলের চেষ্টা চালানো হয়েছে। আজ ২২ ডিসেম্বর ২০১০ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নান্যাচর ইউনিয়নের বগাছড়ির সুরিদাস পাড়ার বাসিন্দা ননারাম চাকমা(৪৫), পিতা : তনুরঞ্জন চাকমা তার ‘৭৬-৭৭ সালে বন্দোবস্তীকৃত জায়গার উপর হলুদ চাষ করে৷ আজ সকালে স্থানীয় সেটলার বাঙালি মো: মোজাফ্ফর(৬৫) পিতা : গফুর শেখ ননারাম চাকমার হলুদ ক্ষেতসহ উক্ত জায়গাটি নিজের দাবি করে দখলে নেয়ার চেষ্টা চালায়। এরপর পাহাড়িরা সংগঠিত হয়ে প্রতিরোধ সৃষ্টি করে৷ এ খবর জানাজানি হলে নান্যাচর ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন চাকমা কয়েকজন মেম্বারকে সাথে নিয়ে উক্ত জায়গাটি সরেজমিনে পরিদর্শনে যান। জায়গা পরিদর্শন শেষে তিনি জায়গার মালিক ননারাম চাকমা সহ সেটলার বাঙালিকে সাথে নিয়ে নান্যাচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান৷
এ সময় ননারঞ্জন চাকমা তার রেকর্ডীয় দলিলপত্র দেখালেও মোজাফ্ফর কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়৷ এরপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি মীমাংসা করে না দিয়ে জায়গাটি আরেকবার সরেজমিন পরিদর্শন করে পরবর্তীতে মীমাংসা করে দেয়া হবে বলে জানান৷ রেকর্ডীয় কাগজপত্র দেখানোর পরও সমস্যাটি সমাধান করে না দেয়ায় এলাকাবাসীর মনে এখন নানা সন্দেহ দেখা দিয়েছে।