বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
আজ, ২০ ডিসেম্বর, ভোররাত আনুমানিক ৪টার সময় রাঙামাটি জেলার বাঘাইছড়িউপজেলার সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা গ্রাম থেকে সেনাবাহিনী কর্তৃক ৫ নিরীহ গ্রামবাসীকেগ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পছন্দ কুমার চাকমা (২৬) পিতার নামচিকন্যা চাকমা, বুদ্ধ কুমার চাকমা (৩৫) পিতা : কানু চাকমা, বিসুক্কোচাকমা (২৫) পিতা : কানু চাকমা, প্রতিময় চাকমা (৪৫) পিতা : অজ্ঞাত ওচিকন্যা চাকমা (২০) পিতা : গজাল্যা চাকমা।গ্রেফতারের পর তাদের সবাইকে বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর১২:৩০ টার দিকে গঙ্গারাম মুখ গুচ্ছগ্রামের কার্বারী চিত্তরঞ্জন চাকমা ও বালুরঘাট গ্রামের মুরুব্বী গোবিন্দ চাকমার নেতৃত্বে ১০/১২ জন মুরুব্বীবাঘাইহাট জোনে গিয়ে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে আসেন। তবে, আটকৃতরা ভবিষ্যতে কোন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকতে পারবে না এই মর্মেমুরুব্বীরা সেনাদের কাছে একটি লিখিত অঙ্গীকার পত্র দিতে বাধ্য হয়।
এ সময় টুআইসিপরিচয় দিয়ে এক সেনা কর্মকর্তা (নাম জানা যায়নি) মুরুব্বীদের সাথেকথাবার্তা বলেন এবং নাঙ্গলমারা গ্রামে সন্ত্রাসীঅবস্থান করছে এই খবরে তারা সেখানে গিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি মুরুব্বীদেরকে জানান।
ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তি দেব চাকমা উক্তনিরীহ গ্রামবাসীকে গ্রেফতার ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদজানিয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রামে থেকে সেনাশাসন অপারেশন উত্তরণ তুলে নিয়ে সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান।